কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সামনের বছরে নিজেকে আরো দক্ষ করে গড়ে তোলার প্রতি মনযোগী হন। মডেল: ফয়সাল, ছবি: রিপন।

নতুন বছরে কর্মক্ষেত্রের যেসব পরিকল্পনা উপকারে আসবে

ফাওজিয়া ফারহাত অনীকা
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৭, ১৯:২৯
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৭, ১৯:২৯

(প্রিয়.কম) দেখতে দেখতেই শেষ হয়ে যাচ্ছে ২০১৭। আর কয়েকটা দিন পরেই চলে আসবে আনকোরা নতুন বছর। আগত নতুন এই বছরের জন্য অনেকেই ‘নিউ ইয়ার রেজ্যুলেশন’ তৈরি করেন। কী করবেন এই নতুন বছরে, কীভাবে পার করবেন নতুন বছরটি সেটা নিয়েই থাকে নানান পরিকল্পনা। আপনাকে নতুন বছরের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে আপনার উত্তর কী হবে? যদি আপনি কোন কর্মক্ষেত্রের সাথে জড়িত থাকেন তবে অবশ্যই নিজের ক্যারিয়ার সম্পর্কিত প্ল্যান থাকবে আপনার। নতুন বছরে নিজের ক্যারিয়ারকে করতে চাইবেন আরো উন্নত এবং পেতে চাইবেন প্রমোশন। যদি এমন কোন পরিকল্পনা থাকে তবে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যকে পূরণ করতে সাহায্য করবে ক্যারিয়ার সম্পর্কিত কিছু টিপস।

নিজের পারফরম্যান্স ঠিক রাখার চেষ্টা করুন

সম্প্রতি আপনি কি কোন বোনাস পেয়েছেন? বা আপনার উর্দ্ধতন কর্মকর্তা আপনার কাছে প্রশংসা করেছে? তবে বুঝতে হবে আপনি সঠিক পথে আছেন। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার পারফরম্যান্স ঠিক আছে। সেটাকে ধরে রাখার চেষ্টা করুন। জানিয়েছেন ফেলসেন ইন্স্যুরেন্স সার্ভিসের প্রেসিডেন্ট পল ফেলসেন।

অযথা ইন্টারনেটে ঘোরাঘুরি করা বন্ধ করুন

হয়তো অনলাইন কোন দোকান থেকে বই কিনতে চাচ্ছেন অথবা ফেসবুকে বন্ধুর সাথে কিছু কথা বলতে চাচ্ছেন, যার ফলে ইন্টারনেটের বিভিন্ন সাইটে ঘোরাঘুরি করছেন। এতে কোন অসুবিধা একেবারেই নেই। কিন্তু মনে রাখতে হবে, অফিস টাইমের মাঝে এটা একেবারেই উচিৎ হবে না। এতে করে উর্দ্ধতন কর্মকর্তারা খুবই অখুশি হন। কাজের সময়ের মাঝে অন্য বিষয় নিয়ে ইন্টারনেটে পড়ে থাকার ব্যাপারটি অনেকেই গ্রহণযোগ্য মনে করেন না।

সমস্যা সমাধান করা চেষ্টা করুন

ইউনিটি পয়েন্ট হেলথ- এর ম্যানেজার, মার্কেটিং এবং যোগাযোগকারী বলেন, "আমার কাছে কোন সমস্যা নিয়ে আসার আগে নিজে সেটা সমাধান করার চেষ্টা করুন। কিছু সমস্যা সঠিক মানুষের সাহায্য দ্বারা ঠিক করা প্রয়োজন হয়। আবার কিছু ক্ষেত্রে সমস্যার সমাধান অনেকে আলসেমীর জন্য ফেলে রাখে।"

নিজেকে ছাড়িয়ে যান কাজের নতুনত্বে

কীভাবে নিজেকে আরও বেশি দক্ষ করা সম্ভব, কীভাবে নিজেকে আরো পরিণত করা সম্ভব, কীভাবে নিজের কাজকে অন্য সকলের চাইতে আরও ভালো করে গড়ে তোলা সম্ভব- এই সকল কিছু ভাবতে শুরু করুন এখন থেকেই। একইসাথে শুরু করুন সেইরূপ কাজ করা। ব্রেইনস্ট্ররমিং গ্রুপে যোগ দিন। বাড়তি কোর্স করুন। মোট কথা, নিজেকে বিগত দিনের চাইতে আরো উন্নত করে গড়ে তুলুন।

“দুঃখিত” বলা বন্ধ করুন

অনেকেই নিজ কর্মক্ষেত্রে অকারণে বারংবার ‘দুঃখিত’ অথবা ‘I’m sorry’ বলে থাকেন। এটা করার পেছনের কারণটি হলো, নিজেকে অনেক বিনয়ী হিসেবে প্রকাশ করার চেষ্টা। কিন্তু জানেন কী, অতিরিক্ত দুঃখিত বলার কারণে কর্মক্ষেত্রে নিজের ব্যক্তিত্ব ক্ষতিগ্রস্থ হয়ে থাকে? এমন অভ্যাস থাকলে দ্রুত পরিহার করার চেষ্টা করুন।

শুধুমাত্র নিজের ব্যাপারে ভাবা বন্ধ করুন

এক্সিকিউটিভ ক্রিস্টিনা হার্টম্যান বলেছেন, "কর্মক্ষেত্রে শুধুমাত্র নিজের ব্যাপারে চিন্তা করা উচিৎ নয়। কোন কিছু বলার আগে নিজেকে অন্যের স্থানে বসিয়ে চিন্তা করতে হবে। এরপর ভাবতে হবে, যেই কথাটি বলতে চাচ্ছেন সেটা অন্যের জন্যে উপকারি হবে কিনা।"

নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করুন

"শুধুমাত্র প্রতিষ্ঠানের লাভের জন্যেই নয়, নিজের দক্ষতা, পরিচিতি ও উন্নত ক্যারিয়ার তৈরি করার লক্ষ্যেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও নেটওয়ার্ক গড়ে তুলুন।" বলেছেন ডেলইত্তে প্রাইভেট এন্টারপ্রাইজের লীডার মিশেল অ্যারোনেস্টি। তিনি আরো জানান, এক বছরের মাঝে দশটি নতুন নেটওয়ার্ক অথবা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা উচিৎ।

চিন্তা করার জন্য কিছুক্ষণ থামুন

আমরা সকলেই ব্যস্ততাকে কেন্দ্র করে দৌড়াচ্ছি। যার ফলে সুস্থিরভাবে চিন্তা করার জন্যে আমাদের একেবারেই সময় নেই। অথচ প্রতিটি বিষয় নিয়েই চিন্তা করা, ভাবা প্রয়োজন রয়েছে। রিয়েল এস্টেট এন্তারপ্রাইজ এবং ‘দ্যা বিজনেস অফ গুড’ বইয়ের লেখক জেসন হারবার বলেছেন, "নিজের কাজ ও চিন্তার মাঝে স্থান তৈরি করার চেষ্টা করুন। এতে করে কোন বিষয়কে পরিষ্কারভাবে ভাবার সুযোগ পাবেন।"

কর্মক্ষেত্রে খুশি থাকার চেষ্টা করুন

কর্মক্ষেত্রে নিজের কাজ ও চারপাশের অবস্থা নিয়ে কখনোই অসন্তুষ্ট হওয়া যাবে না। অল্পতেই খুশি থাকার চেষ্টা করতে হবে সবসময়। সহকর্মীদের সাথে গল্প করা, নতুন কাজের খোঁজ করা, নতুন দায়িত্ব গ্রহণ করার মাধ্যমে কর্মক্ষেত্রকে আনন্দময় করে তুলতে হবে নিজের জন্য।

সংখ্যা নয় মানের দিকে লক্ষ্য রাখুন

উর্ধ্বতন কর্মকর্তাদের খুশি রাখতে অনেকগুলো প্রজেক্টে নিজেকে সংযুক্ত করার কোন প্রয়োজন নেই। কারণ, একইসাথে অনেকগুলো প্রজেক্টে সংযুক্ত থাকার ফলে কোন প্রজেক্টের কাজই যথাযথভাবে শেষ করা সম্ভব হবে না। এতে ফলাফল হবে হিতে-বিপরীত। যে কারণে, বুঝেশুনে সীমিত সংখ্যক কাজের সাথে নিজেকে জড়িত রাখতে হবে। তবে নিজের প্রতিটি কাজ যথাযথভাবে শেষ করার চেষ্টা করতে হবে।

নতুন বছরে কী চান আপনি?

এখন থেকেই ভাবা শুরু করুন আগামী বছর নিজ কর্মক্ষেত্র থেকে কী পেতে চান আপনি? নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে কী অবদান রাখতে চান? লক্ষ্য যেটাই হোক না কেন, নতুন বছর শুরু হবার আগে থেকেই সেইভাবে কাজ করা শুরু করে দিন। তবেই নতুন বছরে অর্জন করা সম্ভব হবে নিজের লক্ষ্য।

প্রশ্ন করতে কখনোই ভয় পাবেন না

অনেকেই ভেবে থাকেন, প্রশ্ন করা দুর্বলতার লক্ষণ! অথবা, যারা কিছুই জানে না তারাই প্রশ্ন করেন। এমন ধারণা একেবারেই ভুল। বিভ্রান্তির মাঝে না থেকে কাজ সম্পর্কিত যেকোন বিষয় নিয়ে সহকর্মী কিংবা উর্ধ্বতন কর্মকর্তার কাছে প্রশ্ন করুন। তথ্য জানুন। এতে করে নিজ কাজের ক্ষেত্রে উপকার হবে।

সূত্রReader’s digest  

প্রিয় লাইফ/ কে এন দেয়া