কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘বনোবোস’ পোশাক শিল্প প্রতিষ্ঠানের আন্ডারওয়্যার। ছবি বনোবোস এবং বিজনেস ইনসাইডার থেকে সংগৃহীত। 

এই আন্ডারওয়্যারগুলো প্যান্ট পরার স্টাইলে আনবে মার্জিত ভাব

তাশফিন ত্রপা
ফিচার লেখক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৭, ১৭:৪০
আপডেট: ২২ অক্টোবর ২০১৭, ১৭:৪০

(প্রিয়.কম) পুরুষের দৈনন্দিন পোশাকের একটি অপরিহার্য অংশ হচ্ছে আন্ডারওয়্যার। যতই ফিটফাট এবং নিখুঁত প্যান্টই আপনি পরেন না কেন, সঠিক আন্ডারওয়্যার না পরলে কোথায় যেন একটা খুঁতখুঁতে ভাব রয়েই যায়। আর ফিটিং প্যান্ট পরলে তো আন্ডারওয়্যারের প্রতি পুরুষদের একটু বেশিই নজর রাখতে হয়।

মার্জিত ফ্যাশন সচেতন পুরুষদের পোশাকের প্রতি লক্ষ্য রেখে সম্প্রতি বিশ্ববাজারে এসেছে এক নতুন ধরণের আন্ডারওয়্যার। যুক্তরাষ্ট্রের ‘বনোবোস’ নামের একটি পোশাক শিল্প প্রতিষ্ঠান এই অভিনব কায়দার আন্ডারওয়্যারের উদ্ভব ঘটিয়েছে। এই আন্ডারওয়্যারগুলো বিভিন্ন মাপে, যেমন লারজ (L) মিডিয়াম (M) স্মল (S) আঙ্গিকে বানানো হয়েছে। নানা রঙ এবং ফেব্রিকের সমন্বয়ের এই আন্ডারওয়্যারগুলো বেশ চমৎকার।

তাছাড়া এটি যে কোনো প্যান্টের সঙ্গেই বেশ সুন্দর মানিয়ে যায়। তাই এই আন্ডারওয়্যারগুলো নিয়ে আর দ্বিতীয়বার চিন্তা করারো প্রয়োজন পড়ে না। এই অদ্ভূত সুন্দর আন্ডারওয়্যারগুলো জোড়া প্রতি দাম পড়বে ৩৪ থেকে ৫০ ইউএস ডলার পর্যন্ত।

সূত্র: ম্যানস হেলথ।

প্রিয় ফ্যাশন/সিফাত বিনতে ওয়াহিদ