কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিত্যপুরাণ নাটকের একটি দৃশ্য। ছবি সংগৃহীত।

নতুন করে ‘নিত্যপুরাণ’

শিবলী আহমেদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৭, ১৭:০১
আপডেট: ০৯ নভেম্বর ২০১৭, ১৭:০১

(প্রিয়.কম) মঞ্চ নাটক ‘নিত্যপুরাণ’। নাটকটি ১৬ বছরের পুরনো, তবে এর জনপ্রিয়তা আজও ফিকে হয়ে যায়নি। আর তাই মধ্যখানে পাঁচ বছরের শূন্যতা রেখে এবার নতুন করে মঞ্চে উঠছে নিত্যপুরাণ। এ নাটকের চরিত্রগুলোতে এবার দেখা মিলবে নতুন মুখের। একলব্য নামের চরিত্রের আসবে নতুন মুখ। এর আগে এ চরিত্রে অভিনয় করতেন দিলীপ চক্রবর্তী। তিনি প্রয়াত হয়েছেন ২০১২ সালে। মূলত তার অনুপস্থিতির কারণে নাটকটি দীর্ঘ পাচ বছর মঞ্চায়িত হয়নি। একলব্য চরিত্রে কে অভিনয় করছেন, সেটি এখনও প্রকাশ করেননি নাটকটির রচয়িতা ও নির্দেশক মাসুম রেজা

নিত্যপুরাণ নাটকের একটি দৃশ্য। ছবি সংগৃহীত।

দ্রৌপদী চরিত্রে দেখা যাবে দুর্দান্ত অভিনেত্রী বন্যা মির্জাকে। আগামীকাল শুক্রবার প্রদর্শিত হবে ‘নিত্যপুরাণ’। ১০ ও ১১ নভেম্বর সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হবে নাটকটি। এর আগে মোট ৮৬ বার মঞ্চস্থ হয়েছে নিত্যপুরাণ। সর্ব প্রথম মঞ্চায়িত হয়েছিল ২০০১ সালের ১৪ জানুয়ারি, মহিলা সমিতির মঞ্চে এবং সর্বশেষ মঞ্চায়িত হয়েছিল ২০০৫ সালে।

প্রিয় বিনোদন/গোরা