কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গুগলের আর্ট এবং কালচার অ্যাপ ব্যবহার করা একজন ব্যবহারকারী। ছবি : সংগৃহীত

সপ্তাহজুড়ে আলোচিত গুগলের নতুন আর্ট ও কালচার অ্যাপ

ফারজানা মাহাবুবা
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০১৮, ১৫:১৫
আপডেট: ১৭ জানুয়ারি ২০১৮, ১৫:১৫

(প্রিয়.কম) অ্যালফাবেট মালিকানাধীন গুগল নতুন আর্ট এবং কালচার অ্যাপ উন্মুক্ত করেছে। এই অ্যাপ কারো চেহারার সাথে বিখ্যাত শিল্পির আঁকা পেইন্টিংয়ের মিল খুঁজে দেবে। কিছু ক্ষেত্রে সঠিক আর কিছু ক্ষেত্রে ভুল হলেও চলতি সপ্তাহজুড়ে আলোচিত ছিল এই অ্যাপ। 

এই অ্যাপ দিয়ে ফেসিয়াল ফিচার মিলিয়ে দেখার জন্য সেলফি আপলোড করতে হয়। তবে অনেকে বলছে এটি একটি ফেসিয়াল রিকগনিশন ডাটাবেজ। মার্কিন অভিনেত্রী ও অ্যাক্টিভিস্ট অ্যালিসিয়া মিলানো এক টুইটে এ অ্যাপ নিয়ে লেখেন, 'গুগলের এই অ্যাপটি আপনার চেহারাকে সুন্দর একটি পেইন্টিংয়ের সাথে মিলিয়ে দেয়। কিন্তু আমি বলতে চাচ্ছি আপনি আপনার ফেসিয়াল রিকগনিশন গুগলে দিচ্ছেন। তা সন্দেহজনক।'

তবে গুগল মেইল অনলাইনে জানিয়েছে, ম্যাচিংয়ের জন্য আপলোড করা ইমেজ অন্য কোনো কাজে ব্যবহার করা হয় না। একবার ম্যাচিং করা হয়ে গেলে এই ইমেজ মুছে ফেলা হয়। যদিও এই বক্তব্য বিশ্বাস করছেন না অনেক গ্রাহকই।