কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অময় আনতুনেত। ভিডিও থেকে সংগৃহীত ছবি

মাত্র ৭ বছর বয়সেই ‘স্নায়ুবিজ্ঞানী’ (ভিডিও)

আয়েশা সিদ্দিকা শিরিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৭, ১৫:০৬
আপডেট: ১৬ নভেম্বর ২০১৭, ১৫:০৬

(প্রিয়.কম) মাত্র সাত বছর বয়সী অময় আনতুনেতকে নিয়ে বিবিসি একটি ভিডিও বানিয়েছে। বলা হচ্ছে, সে একজন ‘স্নায়ুবিজ্ঞানী’।

ভিডিওটিতে অময় আনতুনেত বলেছে, ‘আমার নাম অময় আনতুনেত। আমার বয়স সাত বছর এবং পরিবারের সঙ্গে জর্জিয়ার আটলান্টায় বসবাস করি।’

অময় আনতুনেত।

অময় আনতুনেত। ভিডিও থেকে সংগৃহীত ছবি

ভিডিওতে আনতুনেত আরও বলেছে, ‘আমি বিজ্ঞান ভালোবাসি। কারণ সেখানে সবসময় নতুন কিছু শেখার থাকে। এটা সবসময়ই পরিবর্তনশীল।’

২০১৫ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অময় আনতুনেতকে নিয়ে তার বাবা দেভেন অ্যান্টেনিও শেফার্ড একটি ভিডিও পোস্ট করেন।

বাবা দেভেন অ্যান্টেনিও শেফার্ডের সঙ্গে অময় আনতুনেত।

বাবা দেভেন অ্যান্টেনিও শেফার্ডের সঙ্গে অময় আনতুনেত। ভিডিও থেকে সংগৃহীত ছবি

তিনি বলেন, ‘সে বিজ্ঞান শেখার ব্যাপারে খুব আগ্রহী। সে রাঁধুনি হতে চাইলে তাকে রান্না শেখার ব্যাপারে সহায়তা করতাম। কিন্তু সে বিজ্ঞান নিয়ে পরীক্ষা চালাতে চায়। যতটুকু সম্ভব আমি তাকে সহায়তা করি।’

প্রিয় সংবাদ/রিমন