কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

সজীব আহমেদ
কন্ট্রিবিউটর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৭, ০৯:৩৫
আপডেট: ০৫ নভেম্বর ২০১৭, ০৯:৩৫

(প্রিয়.কম) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের দোলন চাঁপা হলের নিচ তলার ১০৮ নম্বর কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

৪ নভেম্বর শনিবার রাত সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে শিক্ষার্থীদের বই-খাতা, কাপড় ও বিছানা পুড়ে গেছে। 

দোলন চাঁপা হলের হল প্রভোস্ট সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে শিক্ষার্থীরা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

তবে আগুন লাগার কারণ অনুসন্ধানে প্রক্টর ড. মো. জাহিদুল কবীরকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর।

তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন- দোলন চাঁপা হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস এবং সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ডোনা বসাক।

প্রিয় সংবাদ/শিরিন/আশরাফ