কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সংবাদ সম্মেলনে নাসির হোসেন। ছবি: সংগৃহীত

সুযোগ হাতছাড়া হয়েছে, মানতে নারাজ নাসির

জুবায়ের আহমেদ তানিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০১৭, ২১:২৪
আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৭, ২১:২৪

(প্রিয়.কম) চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ৮৮ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। ৮৮ রানের এই ইনিংসে বাংলাদেশি ফিল্ডারদের একাধিকবার সুযোগ দিয়েও জীবন পেয়েছেন তিনি। জীবন পেয়ে দলকে পৌঁছে দিয়েছেন শক্ত অবস্থানে। তবে এই সুযোগগুলো হাতছাড়া করাকে মিস বলতে নারাজ অলরাউন্ডার নাসির হোসেন।

ওয়ার্নারের উইকেট পেলে এগিয়ে থাকত বাংলাদেশ। সংবাদ সম্মেলনে বলেছেন নাসিরও, 'সুযোগগুলো নিতে পারলে দিনশেষে অবশ্যই ব্যাপারটা অন্যরকম হতো। ওদের তিন উইকেট পড়ে যেত। আপনি যদি দেখেন মুমিনুলের ক্যাচটা কিন্তু ফিফটি-ফিফটি। এ সব ক্যাচ ধরা কঠিন। আর স্টাম্পিংয়ের কথা বললে, বলটা খুব নিচু ছিল। এটা তো মনে হয় না ফুল চান্স। তারপরও যদি নিতে পারতাম ভালো হতো।’

ব্যক্তিগত ৫২ রানেই থেমে যেতে পারত ওয়ার্নারের ইনিংস। শর্ট লেগে বাঁ-হাতি এই মারকুটে ব্যাটসম্যানের ক্যাচ ছাড়েন মুমিনুল হক। এরপর ৭৩ রানে অফস্পিনার মেহেদী হাসান মিরাজের বলে উইকেটরক্ষক-অধিনায়ক মুশফিকুর রহিম স্টাম্পিং করতে ব্যর্থ হওয়ায় আবারও জীবন পান ওয়ার্নার। এই দুটো সুযোগ কাজে লাগাতে পারলে অনেকটাই এগিয়ে থাকত বাংলাদেশ।

চট্টগ্রাম টেস্টের ভবিষ্যৎ নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন নাসির। এই টেস্টের ফলাফল পঞ্চম ও শেষ দিনেই নির্ধারণ হবে বলে মনে করেন ডানহাতি এই ব্যাটসম্যান, ‘যেকোনো মুহূর্তে খেলা বদলে যেতে পারে। আজ বা কালই রেজাল্ট হবে না। খেলা পাঁচদিনে যাবে। আমরা অবশ্য রেজাল্ট নিয়ে চিন্তা করছি না। আমাদের হাতে যা আছে, আমরা তা নিয়ে চিন্তা করছি।’

ক্রিকেট চরম অনিশ্চয়তার খেলা তা আরও একবার মনে করিয়ে দিলেন ২৫ বছর বয়সী নাসির, ‘আমরা এখনও ৮০ রানে এগিয়ে আছি। ক্রিকেট এমন একটা খেলা যেখানে আপনি কিছুই বলতে পারবেন না। আমরা একটু ব্যাকফুটে আছি। টেস্টে এক-দেড় ঘণ্টায় অনেক কিছুই বদলে যায়। বোলাররাও খারাপ করে নাই। আপনারা জানেন ওয়ার্নার এতো ধীরে ব্যাটিং করে না। কিন্তু আজ করেছে। মানে আমরা বোলিং ভালো করেছি; শুধু উইকেট পড়েনি।’ 

প্রিয় স্পোর্টস/শান্ত