কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হ্যাক হওয়া মিয়ানমারের একটি সাইটের স্ক্রিনশট

ক্ষমা না চাওয়া পর্যন্ত মিয়ানমারে সাইবার হামলা চালাবে সাইবার ৭১

রাকিবুল হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫২
আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫২

(প্রিয়.কম) সীমানা লঙ্ঘন করার বিষয়ে বাংলাদেশের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত মিয়ানমারে সাইবার হামলার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভিত্তিক হ্যাকারগ্রুপ সাইবার ৭১।

এছাড়া রহিঙ্গা ইস্যুর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত রাখবে এই হ্যাকার গ্রুপটি। ৬ সেপ্টেম্বর বুধবার টেলিফোনে প্রিয়.কমকে হ্যাকার গ্রুপটির পক্ষ থেকে এমনটিই জানানো হয়েছে।

জানা যায়, মিয়ানমারে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর দেশটির সেনাবাহিনীর অভিযানের প্রতিবাদে এখন পর্যন্ত দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েব সাইটে হানা দিয়েছে দেশের অন্যতম এই হ্যাকার সংগঠনটি।

এর আগে মঙ্গলবার হ্যাকার গ্রুপটি ইন্দোনেশিয়ার হ্যাকারদের সঙ্গে একজোট হয়ে মিয়ানমারের প্রেসিডেন্ট, তথ্য মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক এবং প্রভাবশালী কোম্পানি এম কে গ্রুপের অফিসিয়াল  ওয়েবসাইট হ্যাকের দাবি জানিয়েছিল।

উল্লেখ্য, ইথিকাল হ্যাকিং গ্রুপ হিসেবে বাংলাদেশে ব্যাপক পরিচিত এই হ্যাকার গ্রুপটি। 

প্রিয় টেক/আশরাফ