কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মুস্তাফিজুর রহমান। ছবি: এএফপি

আরও দুই-তিন সপ্তাহ মাঠের বাইরে মুস্তাফিজ

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৭, ১৭:১২
আপডেট: ২৬ অক্টোবর ২০১৭, ১৭:১২

(প্রিয়.কম) প্রথম ওয়ানডের আগে অনুশীলনের সময় গোড়ালি মচকে যাওয়ায় দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে পড়েন মুস্তাফিজুর রহমান। এরপর কেটে গেছে দুই সপ্তাহ। ইতোমধ্যেই দেশে ফিরেছেন জাতীয় দলের বাঁহাতি এই পেসার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিসি) অধীনে চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া। দুই সপ্তাহ কেটে গেলেও মুস্তাফিজের সুস্থ হতে আরও প্রায় দুই-তিন সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন বিসিবি চিকিৎসক ডা. দেবাশীস চৌধুরী।

বৃহস্পতিবার মুস্তাফিজের ইনজুরি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দেবাশীস চৌধুরী। এ সময় আগামী দুই-তিন সপ্তাহের আগে পুরোপুরি ফিট মুস্তাফিজকে পাওয়া যাবে না জানিয়ে তিনি বলেন, 'ইনজুরির দিক থেকে এক মাস ভালো সময়। ও যেহেতু পেস বোলার, তাই শেষদিকে পুনর্বাসন এবং বোলিং অনুশীলন হয়তো একসঙ্গে চলবে। তবে সবমিলিয়ে ২-৩ সপ্তাহের মতো সময় লেগে যাবে। এর আগে পুরোপুরি ফিট মুস্তাফিজকে হয়তো আমরা পাব না।'

বিসিবি চিকিৎসক জানান, ইনজুরি কাটিয়ে ফিরলেও অনুশীলনের জন্য কিছুটা সময় দরকার হবে মুস্তাফিজের। তবে সেটা নির্ভর করবে মুস্তাফিজের উপর। এ প্রসঙ্গে তিনি বলেন, 'ওর ইনজুরির দিন থেকে প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে। আরও দুই সপ্তাহ বিশ্রামে থাকলে একমাস হবে। এক মাস রিকভারির জন্য খুবই ভাল সময়। কিন্তু সমস্যা হল, অনেক দিন ধরেই মুস্তাফিজ অনুশীলনের বাইরে আছে। বোলিং অনুশীলনের জন্য ওকে কিছুদিন সময় দিতে হবে। তবে সেই সময়টা নির্ভর করবে মুস্তাফিজের উপর।'  

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। আগামী চার নভেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টের এবারের আসর। পুর্নবাসনের পুরো প্রক্রিয়া শেষে মাঠে ফিরলে শুরুর দিকে কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না মুস্তাফিজ। কিছু ম্যাচ খেলতে না পারলেও কাঁটার মাস্টারকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতেই রাজি নন দেবাশিস চৌধুরী, 'বুধবার থেকে আমরা ফিজিওথেরাপি শুরু করেছি। প্রথম দিনের পর ওর উন্নতি বেশ ভালো। সয়েলিং অনেকটাই কমে গেছে। রেগুলার ফিজিওথেরাপি এবং কিছু ব্যায়াম চলবে। দুই সপ্তাহ পর আমরা ওকে রিভিউ করব।পুরো পুনর্বাসন শেষ না করে খেলায় ফিরলে ভবিষ্যতে আবারও ইনজুরি দেখা দিতে পারে। সে পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসুক এটাই আমরা চাইব। এজন্য বিপিএলের কিছু ম্যাচ মিস করতে হলেও আমরা মেনে নেব।'

এর আগে ইনজুরির কারণে প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি মুস্তাফিজ। এরপরই জানা যায়, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেছেন বাঁহাতি এই পেসার। মুস্তাফিজের পরিবর্তে ডেকে পাঠানো হয় টেস্ট সিরিজ শেষেই দেশে ফেরা পেসার শফিউল ইসলামকে। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে পড়ায় গেল ২৩ অক্টোবর জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সাথে দেশে ফিরেছেন মুস্তাফিজ।

প্রিয় স্পোর্টস/কামরুল