কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মুস্তাফিজুর রহমান। ছবি: প্রিয়.কম

আনুষ্ঠানিক ঘোষণায় 'আইকন' মুস্তাফিজ

জুবায়ের আহমেদ তানিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৪ জুলাই ২০১৭, ১৭:২৬
আপডেট: ২৪ জুলাই ২০১৭, ১৭:২৬

(প্রিয়.কম) আসছে দুই নভেম্বর পর্দা ওঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের। ইনজুরির কারণে বিপিএলের চতুর্থ আসরে দর্শক সারিতে থাকা মুস্তাফিজ তৃতীয় আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছিলেন। তবে কাটার মাস্টারকে এবার দেখা যাবে অন্য কোনো দলের জার্সিতে। একই সাথে এবারের বিপিএলে আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন বাঁ-হাতি এই পেসার।

মুস্তাফিজের নাম আইকন ক্রিকেটারদের তালিকায় যুক্ত হতে পারে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। এবারের বিপিএল অনুষ্ঠিত হবে আট দলের অংশগ্রহণে। সেই সুযোগ থেকেই মুস্তাফিজকে আইকন ক্রিকেটারের তালিকায় যোগ করা হয়েছে। আট দলে খেলবেন আটজন আইকন ক্রিকেটার।

সোমবার গভর্নিং কাউন্সিলের এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে আইকন ক্রিকেটারদের তালিকায় মুস্তাফিজের নাম অন্তর্ভূক্তির ঘোষণা দিলেন ইসমাইল হায়দার মল্লিক, ‘আমরা আইকন ক্রিকেটারের একটা লিস্ট করি। গতবারের সাতজন আছে তার সাথে আমরা একজন ক্রিকেটার যোগ করেছি। তিনি হচ্ছেন মুস্তাফিজুর রহমান।এবার একটা দল বেড়েছে, তাই একজন আইকন ক্রিকেটারও বাড়িয়েছি।’ 

মুস্তাফিজ ছাড়াও আইকন ক্রিকেটারদের তালিকায় আছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও সৌম্য সরকার। জাতীয় দলের পারফরম্যান্সকে ভিত্তি করেই আইকন ক্রিকেটারদের তালিকা তৈরি করা হয়।

এদের মধ্যে সাকিবকে দলে রেখে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন্স ঢাকা ডায়নামাইটস। মাশরাফি যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে, মাহমুদউল্লাহ খেলবেন খুলনা টাইটান্সের হয়ে। চিটাগাং ভাইকিংস ছেড়ে এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলবেন তামিম। এখনও দল পাননি সাব্বির, সৌম্য ও মুস্তাফিজ। বরিশাল বুলসে খেলবেন না মুশফিক তা এক প্রকার নিশ্চিত। কারণ তাকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির মালিক আপত্তিকর মন্তব্য করায় প্রতিবাদ করেছেন মুশফিক। 

প্রিয় স্পোর্টস/ শান্ত মাহমুদ