কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মুস্তাফিজুর রহমান। ছবি: প্রিয়.কম

১২ ধাপ এগোলেন মুস্তাফিজ

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩৮
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩৮

(প্রিয়.কম) অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ছিলেন উইকেটশূন্য। তবে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে চার উইকেটসহ নিয়েছেন মোট পাঁচ উইকেট। সিরিজ শেষে সেটির পুরস্কার পেলেন বেশ কয়েকদিন ধরে লাইমলাইটের বাইরে থাকা মুস্তাফিজুর রহমান।

শুক্রবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ে বাঁ-হাতি এই কাটার মাস্টার এগিয়েছেন ১২ ধাপ। ২২ বছর বয়সী তরুণ এই বাঁহাতি পেসারের বর্তমান অবস্থান ৪৩তম।

মুস্তাফিজ ছাড়াও ডানহাতি স্পিনার মেহেদী হাসান মিরাজও এগিয়েছেন সর্বশেষ প্রকাশিত এই র‍্যাংকিংয়ে। ঢাকা টেস্টের দুই ইনিংস মিলিয়ে পাঁচ ও চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে তিন উইকেট নেওয়া ১৯ বছর বয়সী এই অফ স্পিনার এগিয়েছেন এক ধাপ। তার বর্তমান অবস্থান ২৯তম স্থানে।

অন্যদিকে ঢাকা টেস্টে নয় উইকেট এবং চট্টগ্রাম টেস্টে ১৫৪ রানে ১৩ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন। ডানহাতি এই অফ স্পিনারের বর্তমান অবস্থান অষ্টম।

প্রিয় স্পোর্টস/মিজান