কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

উইকেট পাওয়ার পর মুস্তাফিজের উদযাপন। ছবি: এএফপি

২৩ অক্টোবর দেশে ফিরছেন মুস্তাফিজ

শান্ত মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৭, ২১:৩২
আপডেট: ১৯ অক্টোবর ২০১৭, ২১:৩২

(প্রিয়.কম) দুই ম্যাচের টেস্ট সিরিজের পর বাংলাদেশের ওয়ানডে মিশনও শেষের পথে। প্রথম দুই ওয়ানডে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে মাশরাফিবাহিনী। তৃতীয় ওয়ানডের পর দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ২৯ অক্টোবর পর্যন্ত দক্ষিণ আফ্রিকাতে থাকতে হবে সাকিব-তামিম-মুশফিকদের। তবে ২৩ অক্টোবরই দেশে ফিরে আসবেন মুস্তাফিজুর রহমান।

প্রথম ওয়ানডের আগে অনুশীলনের সময় গোড়ালি মচকে যাওয়ায় দক্ষিণ আফ্রিকা সফরই শেষ হয়ে গেছে মুস্তাফিজের। বাঁ-হাতি এই বাংলাদেশ পেসারের জায়গায় দলের সঙ্গে যোগ দিতে বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন দুই টেস্ট খেলে দেশে ফিরে আসা ডানহাতি পেসার শফিউল ইসলাম। 

ম্যাচ খেলার অবস্থা না থাকায় মুস্তাফিজকে দক্ষিণ আফ্রিকায় বসিয়ে রাখা হবে না। ২৩ অক্টোবর তাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। এমনই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশে ফিরে ইনজুরি কাটিয়ে উঠতে যা যা করণীয় সেই কাজে মনোযোগ দেবেন কাটার মাস্টার। ইনজুরির কারণে দুই ওয়ানডের কোনটিতেই খেলতে পারেননি মুস্তাফিজ।  

তবে প্রোটিয়াদের বিপক্ষে দুই টেস্টেই খেলেছেন তিনি। যদিও বল হাতে নিজের চেনা ছন্দে ফেরা হয়নি মুস্তাফিজের। প্রথম টেস্টের দুই ইনিংস মিলিয়ে নেন তিন উইকেট। দ্বিতীয় টেস্টে এক ইনিংসে বল করে থেকেছেন উইকেটশূন্য। ওয়ানডে দিয়ে স্বরুপে ফেরার লক্ষ্য স্থির করলেও ইনজুরি বাধায় সেটা আর হল না।