কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মুশফিকুর রহিম। ছবি : প্রিয়.কম

‘তিন ফরম্যাটেই জয়ের সুযোগ আছে’

জুবায়ের আহমেদ তানিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৬
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৬

(প্রিয়.কম) নয় বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ। আগামী ২৮ সেপ্টেম্বর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশের এই সফর। এই নয় বছরে বদলেছে অনেক কিছু। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে হয়েছে পরিবর্তন, কালের আবর্তে ব্যতিক্রম নয় বাংলাদেশও। শুধু ক্রিকেটে নয়, পরিবর্তন এসেছে ক্রিকেটারদের মানসিকতায়ও। দেশ ছাড়ার আগে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের কথায়ও থাকলো সেই ছাপ। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের সম্ভাবনা কতোটুকু? এই প্রশ্নের উত্তরে মুশফিক জানান মাঠের খেলার আগে নিজেদের মধ্যে বিশ্বাসটা আনা জরুরি। সাম্প্রতিক কালে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ের রসদ ছিল সেই বিশ্বাসই। সেই বিশ্বাস থেকেই প্রোটিয়াদের বিপক্ষে তিন ফরম্যাটেই জয়ের সম্ভাবনা দেখচ্ছেন মুশফিক।

বলেন, ‘বাংলাদেশ দল কখনোই হারের জন্য খেলে না। অনেকেই মনে করেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের কোনো সুযোগ নেই। তাদের সঙ্গে আমি একমত নই। আগে বিশ্বাস করতে হবে দক্ষিণ আফ্রিকাকে হারানো সম্ভব। আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করলে আমি বলব, তিন ফরম্যাটেই আমাদের জয়ের সুযোগ আছে। গত কিছুদিন ধরে আমরা যে ধরণের ক্রিকেট খেলছি সেই ধারা ধরে রাখতে পারলে যেকোনো কন্ডিশনেই আমাদের সুযোগ আছে।’

দক্ষিণ আফ্রিকায় সম্পূর্ণ ভিন্ন কন্ডিশনে খেলবে বাংলাদেশ। বাউন্সি উইকেটে প্রোটিয়া পেসারদের বুকসমান বাউন্সারের সামনে অন্যান্য দলের মতো তামিম ইকবালদেরও অগ্নি পরীক্ষাই দিতে হবে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা সফরে সুখস্মৃতি নেই বাংলাদেশের, ‘দক্ষিণ আফ্রিকাতে আমাদের খুব একটা ভালো রেকর্ড নেই। আমাদের খুব কম খেলোয়াড়ই আছে দক্ষিণ আফ্রিকাতে খেলেছে। এটা এমন এক জায়গা যেখানে সব দলই লড়াই করে। আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমাদের ভালো সুযোগ রয়েছে।’