কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অনুশীলনে মনযোগী মুশফিকুর রহিম। ছবি: এএফপি

অনুশীলন ম্যাচেও নিজেদের প্রমাণ করতে চান মুশফিকরা

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৮
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৮

(প্রিয়.কম) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভাল করার প্রত্যয় নিয়েই দেশ ছেড়েছে বাংলাদেশ। টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকাতেও প্রমাণ করবে তার দল। আগামী ২৮ আগস্ট প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামার আগে প্রোটিয়াদের বিপক্ষে একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিকুর রহিমের দল।

প্রস্তুতি ম্যাচেও নিজেদের প্রমাণ করতে চায় বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন টেস্ট অধিনায়ক মুশফিক। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগে প্রোটিয়া সাংবাদিকদের আলাপকালে এমনটা জানান জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। বলেন, 'কিছুদিন ধরে আমরা এখানে অনুশীলন করছি। কাল থেকে একটা অনুশীলন ম্যাচ আছে। আশা করি সেখানেও আমরা নিজেদের তুলে ধরতে পারব। আশা করছি এখানে নিজেদের প্রমাণ করতে পারলে আত্মবিশ্বাস তৈরি হবে।'

দেশের মাটিতে গত কয়েক বছর ধরে সামর্থ্যের জানান দিয়ে আসছে বাংলাদেশ। ঘরের মাঠে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া সিরিজের আগে শ্রীলঙ্কার বিপক্ষেও টেস্ট জিতেছে মুশফিকের দল। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজেদের প্রমাণ করার পালা। তাই এই সুযোগটা ভালভাবে কাজে লাগানোর জন্য মুখিয়ে আছেন মুশফিক-মিরাজরা।

চ্যালেঞ্জ থাকলেও প্রোটিয়াদের বিপক্ষে একটি ভাল সিরিজ অপেক্ষা করছে বলে মনে করেন মুশফিক, 'দেশের মাটিতে বাংলাদেশ এখন যথেষ্ট আত্মবিশ্বাসী। দেশের বাইরেও আমরা ভাল করতে চাই। দেশের বাইরে নিজেদের প্রমাণের জন্য দক্ষিণ আফ্রিকা আমাদের জন্য ভাল একটা সুযোগ। তবে তাদের হোম কন্ডিশনে আমাদের জন্য কাজটা সহজ হবে না। এটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। সবমিলিয়ে আমাদের জন্য দারুণ একটি সিরিজ অপেক্ষা করছে।'

দক্ষিণ আফ্রিকা সিরিজে দলের তরুণ ক্রিকেটাররা অভিজ্ঞতার ঝুলি আরও ভারী করার সুযোগ পাবে উল্লেখ করে মুশফিক বলেন, 'এই সিরিজ আমাদের দলে একাধিক তরুণ ক্রিকেটার রয়েছে। আশা করি, তারা নিজেদের দারুণভাবে তুলে ধরবে। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে খেললে তাদের খুব ভাল অভিজ্ঞতা হবে।'

প্রিয় স্পোর্টস/ শান্ত মাহমুদ