কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাব্বির রহমান, সৌম্য সরকার ও ইমরুল কায়েস। ছবি: প্রিয়.কম

সাব্বির-সৌম্য-ইমরুল প্রসঙ্গে মুশফিকের বিশেষ অনুরোধ

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২২
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২২

(প্রিয়.কম) নয় বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শনিবার দেশ ছাড়ছেন বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের সদস্যরা। দেশ ছাড়ার আগে আজ সকালে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। আনুষ্ঠানিক এই সংবাদ সম্মেলনে এদিন দলের অবস্থা নিয়ে কথা বলেন তিনি।

তবে সংবাদ সম্মেলন শেষে যখন সাংবাদিকরা বেরিয়ে যাবেন তখন মুশফিক হঠাৎ হাত তুললেন মুশফিক। বলে উঠলেন, ‘আমার একটা অনুরোধ ছিল, একটা অনুরোধ…!’ সঙ্গে সঙ্গে যেন জমে যান সাংবাদিকরা। দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য শেষ হওয়ার পরও আর কি বলার থাকতে পারে অধিনায়কের? তবে মুশফিক কোনো বক্তব্য দিলেন না, কেবল একটি অনুরোধ জানালেন উপস্থিত সংবাদকর্মীদের কাছে।

বিশেষ সেই অনুরোধের কথা জানাতে গিয়ে সাদা পোশাকে বাংলাদেশ দলের এই অধিনায়ক বলেন, ‘আমার একটা অনুরোধ ছিল যে, সব খেলোয়াড়রই চায় ভালো খেলতে। গত কিছুদিন ধরে ইমরুল, সাব্বির, সৌম্যকে নিয়ে এতো কথা হচ্ছে, আমি অনুরোধ করব যে, খেলোয়াড়দের নিয়ে সমালোচনা হতেই পারে, এটা সমস্যা নয়। তবে অপ্রয়োজনী সমালোচনা করবেন না। ওদের কমফোর্টজন থেকে সরিয়ে নিবেন না।’ 

সৌম্য-ইমরুল-সাব্বিররা বাদ পরলে দলেরই ক্ষতি হবে বলে মনে করেন মুশফিক। শুধু তাই নয়, তাদের বদলি পাওয়া কষ্টসাধ্য হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘দিনশেষে ওরা যদি পারফরম্যান্স না করতে পারে সে ক্ষেত্রে ক্ষতিটা বাংলাদেশ দলেরই। এরা যারা খেলছে, তাদের রিপ্লেস পেতেও অনেক সময় লাগবে। এখন নয় মাস আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হয়। এতো বিশ্লেষণ এতো কিছু, ধারাবাহিকভাবে পারফরম্যান্স করাটা তাই কঠিন।’

তাই অযৌক্তিক সমালোচনা করে তাদের অস্বস্তিতে না ফেলতে বিশেষ অনুরোধ জানান মুশফিক, ‘আপনারা অবশ্যই সমালোচোনা করবেন। তবে এমনভাবে করবেন না যাতে তারা অস্বস্তিতে থাকে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের চার ইনিংস মিলিয়ে বাঁ-হাতি ওপেনার সৌম্য সরকারের ব্যাট থেকে আসে মাত্র ৬৫ রান। আরেক ওপেনার ইমরুল কায়েস তিন নম্বরে ওই সিরিজে তিন নম্বরে খেলেছেন। চার ইনিংসে তার সংগ্রহ মাত্র ২১ রান। এ ছাড়া সাব্বির রহমান চট্টগ্রাম টেস্টের শেষ ইনিংসে হাফ সেঞ্চুরি করলেও দুই টেস্ট মিলিয়ে তার সংগ্রহ ১১২ রান। ঢাকা টেস্ট জিতলেও চট্টগ্রাম টেস্টে হারে মুশফিকুর রহিমের দল। এরপর ক্রিকেটবোদ্ধারা সমালোচনায় মাতেন সৌম্য-সাব্বির-ইমরুলদের। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে নড়বড়ে পারফরম্যান্স প্রদর্শন করে চলা এই খেলোয়াড়দের পাশে থাকতে তাই অধিনায়কের বিশেষ অনুরোধ।

প্রিয় স্পোর্টস/কামরুল