কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম। ছবি: প্রিয়.কম

বোর্ড সভাপতির মন্তব্যে মুখ খুললেন মুশফিক

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৩
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৩

(প্রিয়.কম) অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে দলে নিজের ভূমিকা জানতে চেয়েছিলেন মুশফিকুর রহিম। সাদা পোশাকে বাংলাদেশ দলের অধিনায়কের এই কথার জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, 'সমস্যা মুশফিকের। মাশরাফি ক্যাপ্টেন্সি করে না? সে তো এ ধরনের সমস্যার সম্মুখীন হয়নি। সাকিব পেয়েছে টি-টোয়েন্টিতে, লিখে দিতে পারি এরকম কিছুর মুখোমুখি হবে না!'

বোর্ড সভাপতির এমন বক্তব্য দেশের ক্রিকেটাঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। স্বয়ং বিসিবি প্রধানের এভাবে প্রকাশ্য সমালোচনায় ভেঙে পড়েছিলেন মুশফিকও। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে শনিবার সংবাদ সম্মেলনে বোর্ড প্রধানের বক্তব্যের প্রেক্ষিতে মুখ খুললেন মসুহফিক। নিজের অবস্থান পরিষ্কার করলেন মুশফিক জানান, বিসিবি সভাপতির বক্তব্য স্বাভাবিকভাবেই তার খারাপ লেগেছে।

এ প্রসঙ্গে মুশফিক বলেন, ‘এখানে খারাপ লাগাটাই স্বাভাবিক। কারণ আপনি যে জিনিসটা এতো সততার সঙ্গে করছেন, সেটা নিয়ে কথা উঠলে তো খারাপ লাগবেই। আমার মনে হয় সমালোচনা যে কোন সময়ই থাকতে পারে, সেটা কাটিয়ে ওঠাই ক্রিকেটারদের জীবন। আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে আমিও বলব, আমরা সেটাই চেষ্টা করি।’

খারাপ লাগলেও বোর্ড প্রধানের সমালোচনা ইতিবাচকভাবেই নিচ্ছেন মুশফিক, ‘বাংলাদেশ দল গত দুই আড়াই বছরে টেস্ট ক্রিকেটে এতো ধারাবাহিকভাবে ক্রিকেট খেলছি। বাইরে গিয়ে হয়তো শ্রীলঙ্কা ছাড়া কারও সঙ্গে জিততে পারিনি। তারপরও বাংলাদেশ এতো ধারাবাহিক কখনই টেস্টে ছিল না। হয়তোবা তাদের চাহিদা আরও বেশি। আমরা চেষ্টা করব, এটা মানিয়ে নেওয়ার। তারা হয়তো ভাবছে বাংলাদেশে দল আরও ভালো করতে ক্যাপাবল। ইনশাল্লাহ চেষ্টা থাকবে যারা যেটা চাইছে, যে রেজাল্টটা চাইছে সেটা যেন আমরা ফুলফিল করতে পারি।’

প্রিয় স্পোর্টস/কামরুল