কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

ছয় মেরে মুশফিকের হাফ সেঞ্চুরি

জুবায়ের আহমেদ তানিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৭, ১৬:৩৫
আপডেট: ১৫ অক্টোবর ২০১৭, ১৬:৩৫

(প্রিয়.কম) ড্যান প্যাটারসনের অফ স্টাম্পের বাইরে পিচ করা গুড লেন্থ ডেলিভারিটাকে মুশফিকুর রহিম আছড়ে ফেললেন কভারের উপর দিয়ে। এভাবেই কিম্বার্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে পূর্ণ করলেন ক্যারিয়ারের ২৭তম হাফ সেঞ্চুরি। টস জিতে ব্যাট করে নেমে শুরুটা ভালই হয় বাংলাদেশের। কিন্তু ছন্দপতন হয় ২৪ রানের ব্যবধানে দুই ওপেনার লিটন কুমার দাস ও ইমরুল কায়েস ফিরে গেলে। এরপর সাকিব আল হাসানকে নিয়ে রানের চাকা সচল রাখেন মুশফিক। 

তৃতীয় উইকেটে সাকিবের সঙ্গে ৫৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে বাংলাদেশের রানের চাকা সচল রাখেন মুশফিক। দলীয় ১২৬ রানে ইমরান তাহিরের বলে স্লিপে ক্যাচ দিয়ে সাকিব আউট হলেও এক প্রান্ত আগলে রেখে ব্যাট করছেন ডানহাতি এই ব্যাটসম্যান।  ৫২ বলে ছয়টি চার ও এক ছয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ৩০ বছর বয়সী মুশফিক। 

৩২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ  ১৬১/৩।  মুশফিকের সঙ্গে উইকেটে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিক ব্যাট করছেন ৫৯ ও মাহমুদউল্লাহ ১১ রানে। এর আগে লিটন ২১, ইমরুল ৩১ ও সাকিব করেন ২৯ রান করে আউট হন। একটি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা, ইমরান তাহির ও ডোয়াইন প্রিটোরিয়াস।

প্রিয় স্পোর্টস/ শোভন