কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মুশফিকুর রহিম ও ম্যাট রেনশ। ছবি: সংগৃহীত

মাঝ মাঠে রেনশকে ‘গরু’ বলে মুশফিকের সম্বোধন!

সামিউল ইসলাম শোভন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৭, ১৪:৫৫
আপডেট: ৩১ আগস্ট ২০১৭, ১৪:৫৫

(প্রিয়.কম) চারদিনের শেষ হওয়া মিরপুর টেস্টে কতগুলো মনে রাখার মতো ঘটনা ঘটেছে, তার পশরা সাজালে এগিয়ে থাকবে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন কীর্তি তো গড়েছেনই মুশফিকুর রহিমরা, সঙ্গে যোগ হয়েছে অজি ক্রিকেটারদের সঙ্গে মজার সব স্লেজিংয়ের ঘটনাও। যেমন, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ম্যাট রেনশ’কে ‘গরু’ বলে ডেকেছেন মুশফিক, তা শুনে হেসে খুন সতীর্থরা!

দেশের শীর্ষ একটি দৈনিকে উঠে এসেছে এমনই তথ্য। যেখানে বলা হয়েছে, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় দিনে ‘গরু’ বলে রেনশকে ডেকেছিলেন মুশফিক!

জানা গেছে, তৃতীয় দিনের শেষ বিকেলে ২০ বলে রেনশ’র পাঁচ রানের ইনিংসটির সময় মুশফিকুর রহিমরা তাঁকে ‘গরু’ বলে ডেকেছেন! উত্ত্যক্ত করার জন্য কেউ একজন কাছাকাছি গিয়ে রেনশকে ‘গরু’ বলে ডেকেছেন তো একাধিক সতীর্থ হাসতে হাসতে একে অন্যের গায়ে লুটিয়েও পড়েছেন!

অস্ট্রেলিয়ার গরু বিখ্যাত তা সবাই জানে। কিন্তু বাংলার এই শব্দের মানেই যে ‘কাউ’ সেটা কি এখনও জানতে পেরেছেন রেনশ? হয়তো ম্যাচ হারলেও, এই উত্তর খুঁজে ফিরছেন তিনি!