কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অনুশীলন করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ছবি: বিসিবি

কঠোর অনুশীলনে ব্যস্ত মুশফিকবাহিনী

মেহেরিনা কামাল মুন
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১০:২৫
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১০:২৫

(প্রিয়.কম) নয় বছর পর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ভালো কিছু করে দেখানোই লক্ষ্য। তাই অনুশীলনটাও চালিয়ে যাচ্ছেন পুরোদমে। রোববার দক্ষিণ আফ্রিকান শহর বেনোনিতে পৌঁছে বাংলাদেশ জাতীয় ক্রিকেটাররা মোটেই অলস সময় কাটালেন না। সোমবার থেকেই নেমে পড়লেন অনুশীলনে।

অনুশীলন করছেন বাংলাদেশের ক্রিকেটারা। ছবি: বিসিবি

অনুশীলন করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ছবি: বিসিবি

দেশের মাটিতে অস্ট্রেলিয়া বিপক্ষে টেস্ট সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে গেল জুলাই থেকেই অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। ৩০ জনের প্রাথমিক দল গঠন করে সাত সপ্তাহের একটি প্রস্তুতি ক্যাম্পও করেছে তারা। ক্যাম্প শেষে ৩০ জনের মধ্য থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের ১৪ সদস্যের দল নির্ধারণ করেছে নির্বাচকরা।

অনুশীলন করছেন বাংলাদেশের ক্রিকেটারা। ছবি: বিসিবি

অনুশীলন করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ছবি: বিসিবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য আলাদা দল গঠন করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে স্পিনারদের প্রাধান্য দিলেও, গতিময় এবং বাউন্সি উইকেটের কারণে পাঁচ পেসার নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াড সাজানো হয়েছে।

অনুশীলন করছেন বাংলাদেশের ক্রিকেটারা। ছবি: বিসিবি

অনুশীলন করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ছবি: বিসিবি

গেল ১৬ তারিখ সকাল ও সন্ধ্যায় দুই ভাগে ভাগ হয়ে জোহানেসবার্গের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ২১-২৩ তারিখ বেনোনিতে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। এরপর ২৮ তারিখ থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট।

সোমবার দুপুরে বেনোনির উইলোমোর পার্ক স্টেডিয়ামে লম্বা সময় ধরে অনুশীলন করেছেন মুশফিকুর রহিমরা। ব্যাটে বলে অনুশীলনের পাশাপাশি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেও চেষ্টা করছেন ক্রিকেটাররা।

অনুশীলন শেষে হাস্যজ্জ্বল বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

অনুশীলন শেষে হাস্যজ্জ্বল বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা সিরিজে দুইটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম টেস্টের পর ৬ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ১৫, ১৮ ও ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। এরপর ২৬ ও ২৯ অক্টোবর দুটি টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে শেষ হবে ৪৩ দিনের সফর।