কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রিলায়েন্স জিওর চেয়ারম্যান মুকেশ আম্বানি। সংগৃহীত ছবি।

এশিয়ার শীর্ষ ধনী এখন ভারতের মুকেশ আম্বানি

ফারজানা মাহাবুবা
সহ-সম্পাদক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৭, ০৯:৫৬
আপডেট: ০২ নভেম্বর ২০১৭, ০৯:৫৬

(প্রিয়.কম) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি ১ নভেম্বর বুধবার চীনের হুই কা ইয়ানকে টপকে এশিয়ার শীর্ষ ধনী খাতায় নাম লেখান। ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নেয়ার এর তালিকায় আম্বানির ব্যক্তিগত সম্পদ ৪৬৬ মিলিয়ন ডলার বেড়ে মোট সম্পদ হয়েছে ৪২.২ বিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় ২,৭১,৮১৫ কোটি রুপি। 

বুধবার রিলায়েন্সের শেয়ারের দাম ১.২২ শতাংশ বেড়ে ৯৫২ রুপি হয় আর একারণেই এশিয়ার শীর্ষ ধনীর অবস্থানেও পরিবর্তন আসে। অন্যদিকে চীনের এভারগ্র্যান্ডের গ্রুপের চেয়ারম্যান হুই কা ইয়ান এর সম্পদ ১.২৮ বিলিয়ন কমে ৪০.৬ বিলিয়ন ডলারে দাঁড়ায়। গত ৫ অক্টোবর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক ফোর্বস সাময়িকী প্রতি বছরের মতো ২০১৭ সালে ভারতের শীর্ষ ১০০ ধনীর তালিকা প্রকাশ করে। এবং এই তালিকায়ও শীর্ষ অবস্থানে ছিলেন মুকেশ আম্বানি। ফোর্বস সাময়িকী বলছে, গত এক বছরে দেশটির ধনীদের সম্পদের খুব বেশি হেরফের হয়নি।

প্রসঙ্গত প্রথম ভারতীয় প্রতিষ্ঠান হিসেবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বাজার মূলধন ৬ লক্ষ কোটি রুপি ছাড়িয়ে গেছে। 

সূত্র: গ্যাজেটস নাউ

প্রিয় বিজনেস/আশরাফ