কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নেইমার, মেসি ও রোনালদো। ছবি: সংগৃহীত

দামি ও বিলাসবহুল বিমানের মালিক যে ১০ ফুটবলার

শান্ত মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৪
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৪

(প্রিয়.কম) ক্লাব ফুটবল মানেই টাকার ঝনঝনানি। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালেদো, নেইমার কিংবা ওয়েইন রুনির মতো তারকা ফুটবলারদের পেছনে কাড়ি কাড়ি টাকা ঢালতে হয় ক্লাবগুলোকে। আছে বিজ্ঞাপন থেকে পাওয়া অর্থও। স্বভাবতই এসব ফুটবলারদের ব্যাংক-ব্যালান্স বেশ সমৃদ্ধ। মেসি-রোনালদো-নেইমারদের জীবন যাপনেও স্পষ্ট তাদের আয়ের পরিমাণ।

বেশ কিছু ফুটবলার আছেন যাদের ব্যক্তিগত বিমান আছে। ক্লাবের বা দেশের ম্যাচের বাইরে ব্যক্তিগত বিমানই ব্যবহার করেন তারা। বিলাসবহুল-অত্যাধুনিক বিমানের মালিক, এমন তালিকায় কোন ফুটবলাররা আছেন দেখে নেওয়া যাক-

১০. রোনালদিনহো (ব্রাজিল):

নিজের ব্যক্তিগত বিমানে রোনালদিনহো। ছবি: সংগৃহীত

নিজের ব্যক্তিগত বিমানে রোনালদিনহো। ছবি: সংগৃহীত

ব্রাজিলের এই প্লেমেকার এখন আর সেভাবে আলোচনায় নেই। তবে একটা সময় তার পায়ের জাদুতে মুগ্ধ হয়েছে গোটা ফুটবল দুনিয়া। সাবেক ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারের ব্যক্তিগত বিমান রয়েছে। এমব্রায়ের ফেনন ১০০ মডেলের বিমান কিনতে তাকে খরচা করতে হয়েছে ৪০ কোটি টাকারও বেশি।

৯. কাকা (ব্রাজিল)

ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার কাকা এই বিমানেই ভ্রমণ করেন। ছবি: সংগৃহীত

ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার কাকা নিজের এই বিমানেই ভ্রমণ করেন। ছবি: সংগৃহীত

বিলাসবহুল ব্যক্তিগত বিমানের মালিকের তালিকায় ব্রাজিলের আরেক ফুটবলার কাকা রয়েছেন নয় নম্বরে। ব্রাজিলিয়ান সাবেক এই তারকা স্ট্রাইকারের রয়েছে চেসেনা চিটেশন সিজে৩ মডেলের একটি বিমান। এই বিমানটি কিনতে তাকে গুনতে হয়েছে ৫৭ কোটি টাকার মতো।

৮. গ্যারেথ বেল (ওয়েলস)

নিজের বিমানের পাশে দাঁড়িয়ে গ্যারেথ বেল। ছবি: সংগৃহীত

নিজের বিমানের পাশে দাঁড়িয়ে গ্যারেথ বেল। ছবি: সংগৃহীত

ছোট দলের বড় তারকা তিনি। গ্যারেথ বেল ওয়েলসের হয়েই নিজেকে প্রমাণ করেছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসিবে। রিয়াল মাদ্রিদে খেলা বেলও বিলাসবহুল বিমানের মালিক। তার রয়েছে চেসেনা চিটেশন একএলপ্লাস মডেলের একটি বিমান। বিমানটির মূল্য ৮২ কোটি টাকারও বেশি।

৭. নেইমার (ব্রাজিল)

নিজের বিমানে ওঠার দরজায় বসে নেইমার। ছবি: সংগৃহীত

নিজের বিমানে ওঠার দরজায় বসে নেইমার। ছবি: সংগৃহীত

বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে যেতে রেকর্ড গড়েছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার। ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফি ২২২ মিলিয়ন ইউরোতে ফরাসি ক্লাবটিতে নাম লিখিয়েছেন নেইমার। তিনিও অত্যধুনিক বিমানের মালিক। নেইমারের রয়েছে এমব্রায়ের লিগাসি ৪৫০ মডেলের একটি বিমান। বিমানটি কিনতে তাকে খরচ করতে হয়েছে ১৩০ কোটির টাকারও বেশি।

৬. ওয়েইন রুনি (ইংল্যান্ড)

ওয়েইন রুনি। ছবি: সংগৃহীত

ওয়েইন রুনি। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের সর্বকালের সেরা গোলদাতা ওয়েইন রুনি। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক দীর্ঘ সময় খেলেছেন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। কামিয়েছেন কাড়ি কাড়ি টাকা। যে টাকায় বিলাসবহুল জীবন যাপনই করেন বর্তমানে এভারটনের হয়ে খেলা এই স্ট্রাইকার। রুনিও একটি বিমানের মালিক। তার রয়েছে ড্যাসাল্ট ফ্যালকস ৯০০এলএক্স মডেলের একটি বিমান। বিমানটির মূল্য ১৬০ কোটি টাকারও বেশি।

৫. পল পগবা (ফ্রান্স)

নিজের বিমানের পাশে দাঁড়িয়ে পল পগবা। ছবি: সংগৃহীত

নিজের বিমানের পাশে দাঁড়িয়ে পল পগবা। ছবি: সংগৃহীত

নেইমারের আগে সবচেয়ে বেশি ট্রান্সফার ফির ফুটবলার ছিলেন পল পগবা। রেকর্ড গড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লিখিয়েছিলেন ফ্রান্সের এই তারকা ফুটবলার। পগবাও বিলাসবহুল বিমানের মালিক। রেড রেভিলদের সেরা হাতিয়ারের রয়েছে গাল্ফস্ট্রিম জি২৮০ মডেলের একটি বিমান। বিমানটির মূল্য প্রায় ১৬৩ কোটি টাকা।

৪. ডেভিড বেকহ্যাম (ইংল্যান্ড)

ইংল্যান্ডের সাবেক প্লেমেকার এই বিলাসবহুল বিমানটির মালিক। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের সাবেক প্লেমেকার ডেভিড বেকহ্যাম এই বিলাসবহুল বিমানটির মালিক। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে তার নামটি বড় করে। জাতীয় দল ছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, এসি মিলানের মতো বিশ্বনন্দিত ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন ডেভিড বেকহ্যাম। ফুটবলের পাশাপাশি স্টাইলেও বেকহ্যাম ছিলেন অনুকরণীয়। ইংলিশ সাবেক এই ফুটবলার একটি বিলাসবহুল বিমানের মালিক। তার বমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৩৫০ মডেলের বিমানটির মূল্য ২১৭ কোটি টাকা। 

৩. জলাতান ইব্রাহিমোভিচ (সুইডেন)

নিজের বিমানে ইব্রাহিমোভিচ। ছবি: সংগৃহীত

নিজের বিমানে ইব্রাহিমোভিচ। ছবি: সংগৃহীত

বেলের মতো তিনিও ছোট দলের বড় তারকা। ১৯৯৯ সালে সুইডিশ ক্লাব মালমো এফএফের হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেছিলেন জলাতান ইব্রাহিমোভিচ। এরপর খেলেছেন আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলান, প্যারিস সেন্ট জার্মেইর মতো বিশ্বখ্যাত ক্লাবে। সুইডেনের তারকা এই ফুটবলার বর্তমানে খেলছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ইব্রাহিমোভিচের রয়েছে চেসেনা চিটেশন লঙ্গিচিউড মডেলের একটি বিমান। এই বিমানটি কিনতে তাকে খরচ করতে হয়েছে ২৪০ কোটির টাকারও বেশি। 

২. লিওনেল মেসি (আর্জেন্টিনা)

মাশচেরানো ও সাবেক সতীর্থ নেইমারের সাথে মেসি। ছবি: সংগৃহীত

মাশচেরানো ও সাবেক সতীর্থ নেইমারের সাথে মেসি। ছবি: সংগৃহীত

বার্সেলোনা থেকে আকাশছোঁয়া পারিশ্রমিক পান আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। কাতালানদের সঙ্গে নতুন চুক্তির পর মেসির বেতন বেড়েছে আরো কয়েকগুণ। পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার জীবন যাপনে বেশ সৌখিন। স্বভাবতই ব্যক্তিগত বিমান রয়েছে তার। এমব্রায়ের লিগাসি ৬৫০ মডেলের একটি বিমানের মালিক তিনি। সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের এই বিমানটির মূল্য ২৮০ কোটি টাকারও বেশি। 

১. ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)

পতুর্গাল ফুটবল দলের সতীর্থ পেপের সাথে রোনালদো। ছবি: সংগৃহীত

জাতীয় দলের সতীর্থ পেপের সাথে রোনালদো। ছবি: সংগৃহীত

ফুটবল মাঠের মতো এখানেও মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবলারদের মধ্যে সবচেয়ে দামী বিমানটির মালিক রিয়াল মাদ্রিদের এই তারকা স্ট্রাইকার। ব্যক্তিগত ব্যবহারের জন্য গাল্পস্ট্রিম জি৬৫০ মডেলের একটি বিমান কিনেছেন পতুর্গালের এই সুপারস্টার। বিমানটি কিনতে তাকে খরচ করতে হয়েছে ৩২১ কোটি টাকা।