কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সতীর্থদের সঙ্গে নয় মদরিচ সময় দিলেন জিমে। ছবি: সংগৃহীত

৪৮ ঘণ্টা জিমে!

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৭, ১০:১৯
আপডেট: ১৭ নভেম্বর ২০১৭, ১০:১৯

(প্রিয়.কম) আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে আবারও মাঠে গড়াচ্ছে ক্লাব ফুটবলের লড়াই। সেই লড়াইয়ে শনিবার লা লিগায় মুখোমুখি হবে স্পেনের দুই জায়ান্ট ক্লাব রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদ। মাদ্রিদ ডার্বিকে ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝেও বইছে একটু বাড়তি উত্তেজনা।

মাদ্রিদ ডার্বির আগে বেশ ঘাম ঝরাচ্ছেন জিনেদিন জিদানের শিষ্যরাও। বৃহস্পতিবার দেশের জার্সিতে প্রতিনিধিত্ব করে আসার পর সকল খেলোয়াড়দের নিয়েই অনুশীলন করেছেন জিদান।

কিন্তু জিদানের এই অনুশীলনে ছিলেন না লুকা মদরিচ। রিয়াল মাদ্রিদের এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার তখন জিমে! হ্যাঁ, ৩২ বছর বয়সী লুকা মদরিচ তখন জিমে ব্যস্ত সময় পার করেন।

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে ৪৮ ঘণ্টা জিমে সময় দিয়েছেন মদরিচ। এসময় তার সঙ্গে ছিলেন স্বদেশী মাতেও কোভাসিচ। তবে ক্রোয়েশিয়ান তারকা মাদ্রিদ ডার্বিতে খেলতে পারবেন কী না তা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। এখনও যে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি লুকা মদরিচ।

সূত্র : মার্কা

প্রিয় স্পোর্টস/শিরিন