কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি : সংগৃহীত

নিজেকেই ছাড়িয়ে গেলেন মেসি!

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪১
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪১

(প্রিয়.কম) রেকর্ড গড়াটা লিওনেল মেসির জন্য নতুন কিছু নয়। মঙ্গলবার এইবারের বিপক্ষেও নিজের পুরোনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন এলএম টেন। স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম পাঁচ ম্যাচেই নয় গোল করলেন তিনি। তার আগে সমান সংখ্যক ম্যাচে তার গোল ছিল আটটি।

২০১১/১২ মৌসুমে লা লিগায় প্রথম পাঁচ ম্যাচে আট গোল করেছিলেন লিওনেল মেসি। আলাভেস, এস্পানিওল এবং সর্বশেষ এইবারের বিপক্ষেও গোল করে নিজের জাত চেনান বার্সেলোনার এই আর্জেন্টাইন স্ট্রাইকার।

লা লিগায় প্রথম পাঁচ ম্যাচেই দ্বিতীয় হ্যাটট্রিক তুলে নেন তিনি। ২০১৭ সালে সব ধরনের প্রতিযোগীতায় মেসির গোল এখন ৪০ ম্যাচ থেকে সমান ৪০টি। এইবারের বিপক্ষে ম্যাচে চার গোলের সৌজন্যে নতুন একটি মাইলফলকও স্পর্শ করেন এলএম টেন।

ন্যূ ক্যাম্পে ৩০০ গোলের রেকর্ড গড়েন তিনি। সুদীর্ঘ ১৩ বছরের ক্যারিয়ারে ন্যু ক্যাম্পে তার গোলসংখ্যা এখন ৩০১। তবে যেভাবে ছুটছেন এলএম টেন, এই সংখ্যাটা যে কোথায় গিয়ে দাঁড়ায় ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার।

সূত্র : মার্কা

প্রিয় স্পোর্টস/আশরাফ