কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মেইজু এম৬ স্মার্টফোন দুটি ভিন্ন ভ্যারিয়েন্টে বাজারে আসছে। ছবি: সংগৃহীত

মেইজু এম৬ স্মার্টফোন উন্মোচন

আরিফ আরমান বাদল
সহ-সম্পাদক, বিজনেস এন্ড টেক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৭, ২১:২০
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৭, ২১:২০

(প্রিয়.কম) চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান মেইজু এম৬ স্মার্টফোন জনসম্মুখে উন্মোচন করেছে। স্মার্টফোনটির ২জিবি র‌্যাম, ১৬ জিবি রম ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১০৬ মার্কিন ডলার। অন্যদিকে ৩জিবি র‌্যাম, ৩২জিবি রম ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৩৭ মার্কিন ডলার।

মেইজু এম৬ স্মার্টফোনে ২.৫ডি কার্ভড গ্লাসসহ (৭২০*১২৮০) পিক্সেল রেজ্যুলেশনের ৫.২ ইঞ্চি এইচডি ডিসপ্লে আছে। এতে মালি টি৮৬০ জিপিইউসহ অক্টা-কোর মিডিয়াটেক এমটি৬৭৫০ প্রসেসর আছে। ফোনটিতে ৩০৭০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি বিদ্যমান।

স্টোরেজের ভিত্তিতে ফোনটিতে দুই ধরনের ভ্যারিয়েন্ট আছে। ভ্যারিয়েন্টগুলো হলো: ৩জিবি র‌্যাম, ৩২জিবি স্টোরেজ এবং ২জিবি র‌্যাম, ১৬জিবি স্টোরেজ।

মেইজু এম৬ স্মার্টফোনে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ফোনটি ফ্লাইম ৬.০ ইউজার ইন্টারফেস ভিত্তিক অ্যান্ড্রয়েড ৭.০ ন্যুগাট অপারেটিং সিস্টেমে চলে। হ্যান্ডসেটটি মুনলাইট সিলভার, শ্যাম্পেইন গোল্ড, মেট ব্লাক এবং ইলেক্ট্রিক লাইট ব্লু রঙে বাজারে আসবে। ১৪৩ গ্রাম ওজনের ফোনটির আয়তন ১৪৮.২*৭২.৮*৮.৩ মিলিমিটার। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

প্রিয় টেক/শান্ত