কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চান্দিকা হাতুরুসিংহের সঙ্গে হাত মেলাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। বামে দাঁড়িয়ে শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। ছবি: প্রিয়.কম

হাতুরুসিংহের কথা ভেবে চাপ নিতে নারাজ মাশরাফি

সামিউল ইসলাম শোভন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৮, ১৮:০৫
আপডেট: ১৮ জানুয়ারি ২০১৮, ১৮:০৫

(প্রিয়.কম) ঢাকায় চলমান ত্রিদেশীয় সিরিজের সবচেয়ে বড় তারকা হয়তো চান্দিকা হাতুরুসিংহে। বাংলাদেশের সাবেক ও শ্রীলঙ্কার নতুন এই কোচকে নিয়ে প্রতিদিনই কথা বলতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। শুক্রবার অনুষ্ঠেয় বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচের আগেও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাতুরুসিংহের প্রসঙ্গ। কিন্তু বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, সাবেক কোচকে মাথায় রেখে চাপ নিতে চায় না তার দল।

উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে মানসিকভাবে এগিয়ে বাংলাদেশ। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে ১২ রানে হেরেছে হাতুরুসিংহের শিষ্যরা। তাই শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঘুরে দাঁড়াতে মরিয়া লঙ্কানরা। অন্যদিকে, সাবেক কোচ ও তার ছাত্রদের বিপক্ষে মনস্তাত্বিকভাবেও যেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে মাশরাফিরা।

সেই ইঙ্গিত পাওয়া গেল সংবাদ সম্মেলনে। ওয়ানডে অধিনায়ক বললেন, ‘হাতুরুসিংহের আলোচনা মেটার করে না। ম্যাচটা জিততে হবে, এর বাইরে কোন সুযোগই নেই চিন্তা করার। চিন্তা করলেই চাপ আসে। কিন্তু এসব ভেবে আমরা চাপ নিতে চাই না। যেভাবে খেলতাম সেভাবেই খেলবো। হাথুরুসিংহে থাকতেও এখানে এসে বলতাম স্বাধীনভাবে খেলতে চাই।’

মোদ্দা কথা জয় নিয়েই ভাবছেন মাশরাফি। জিম্বাবুয়ের বিপক্ষে যেভাবে খেলেছেন, সেভাবে খেলেই জিততে চান। জিম্বাবুয়ে ছোট দল, তাদের বিরুদ্ধে জিতে কতটা অনুপ্রেরণা পাওয়া যাবে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু মাশরাফি তৃপ্ত নিজেদের খেলার ধরণে।

এ পসঙ্গে তিনি বলেন, ‘আমাদের অনুপ্রাণিত করার ব্যাপার হচ্ছে আমরা কেমন খেলছি। প্রথম ম্যাচে আমরা যেভাবে খেলেছি আশা করি কালকেও যেন আমরা ওইভাবে পরিকল্পিত ক্রিকেট খেলতে পারি। জিম্বাবুয়ে কাল যেভাবে খেলেছে, আমাদেরকেও ওইভাবে খেলতে হবে। এমন না যে জিম্বাবুয়ে ভালো না খেলেই জিতেছে। ওরা যে ক্রিকেটটা খেলেছে, নির্দিষ্ট দিনে এমন ক্রিকেট না খেলে জেতা সম্ভব না। আমাদের সাথে শ্রীলঙ্কাও এমন খেলতে পারে। তাই আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।’

মাশরাফি যখন এতোকিছু বলছেন, তখন হাতুরুসিংহেকে ভাবতে হচ্ছে তার দলের শক্তির জায়গা নিয়ে। টিম কম্বিনেশন, রণকৌশল; যতভাবে পারা যায় বাংলাদেশকে আটকাতে চেষ্টা করবে শ্রীলঙ্কা। তাই চ্যালেঞ্জটা থাকছে লঙ্কান কোচের উপরও। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর চিন্তা আরো বেড়েছে। তবে মাশরাফির মতে, হাতুরুসিংহে যখন বাংলাদেশের কোচ ছিলেন তখনও তার উপর চ্যালেঞ্জ ছিলো। তাই প্রতিপক্ষ বাংলাদেশ বলেই লঙ্কান কোচের ভাবনার জায়গাটা বেশি, এমনটা একেবারেই নয়।

মাশরাফির ভাষায়, ‘চ্যালেঞ্জ আসলে সব জায়গাতেই থাকে। হাথুরুসিংহে যখন এখানে ছিলো, তখন তার উপর এক রকম চ্যালেঞ্জ ছিলো। হয়তো দক্ষিণ আফ্রিকায় আমরা পুরোটা হেরে আসার পর চ্যালেঞ্জটা আরও বেশি হতো। আরও উপভোগ্য হতো। তিনি থাকেননি, শ্রীলঙ্কাকে বেছে নিয়েছেন। এখন তার আরেক রকম চ্যালেঞ্জ। আমাদেরও চ্যালেঞ্জ, যখন ছিলো কথা তো সব আমরাই শুনেছি। তো চ্যালেঞ্জ সবসময় আমাদেরকেই নিতে হয়। আর আমরা এই টুর্নামেন্টটা যদি জিতিও, পরের সিরিজে তো একই চাপ থাকবে। আপনি যখন বাংলাদেশের হয়ে খেলবেন এই চ্যালেঞ্জ থাকবেই।’

শ্রীলঙ্কা কতটা ভালো দল সেটাও মনে করিয়ে দিলেন মাশরাফি, ‘ওদের কিছু খেলোয়াড় আছে যারা খেলাটা গুঁড়িয়ে দিতে পারে। শ্রীলঙ্কা যখন সেরা দল, তখনও কুশল পেরেরা আমাদের বিপক্ষে সেঞ্চুরি করেছে। আমাদের সঙ্গে ওর কয়েকটা ভালো ইনিংস আছে। উপুল থারাঙ্গা অনেক সিনিয়র ক্রিকেটার। চান্দিমাল অনেক দিন ক্রিকেট খেলছে। ওদের কিন্তু সামর্থ্য আছে।’ 

প্রিয় স্পোর্টস/শান্ত মাহমুদ