কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করছেন মাশরাফি-মুস্তাফিজরা। ছবি: প্রিয়.কম

রুবেল-মুস্তাফিজদের জন্য চ্যালেঞ্জ দেখছেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক
প্রিয়.কম
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৮, ১৯:৫৭
আপডেট: ১৮ জানুয়ারি ২০১৮, ১৯:৫৭

(প্রিয়.কম) ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের উইকেট ছিল মন্থর। কুয়াশা কাটিয়ে সূর্য উঠতেও বেশ দেরি হয়েছিল। তাই টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এর ফলটাও বাংলাদেশ পেয়েছে প্রথম ওভারে। তবে শ্রীলংকা-জিম্বাবুয়ে ম্যাচ দেখে মাশরাফি নিশ্চিত হয়েছেন, শ্রীলঙ্কার বিপক্ষে বাড়তি দায়িত্ব নিতে হবে পেসার রুবেল হোসেন-মুস্তাফিজুর রহমানদের। উইকেটে তাদের জন্য বাড়তি চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করেন ডানহাতি এই পেসার।

প্রথম ম্যাচে পর্যাপ্ত সূর্যের আলো না থাকায় উইকেটের আদ্রতাকে কাজে লাগিয়ে সুবিধা আদায় করেছেন বোলাররা। তবে দ্বিতীয় ম্যাচে এই চিত্রটা বেশ বদলেছে। গত দুইদিন সূর্য উঠেছে সময় মতোই। তাই উইকেটে আদ্রতা না থাকারই কথা। কাজেই বল ব্যাটে আসবে দ্রুত। অসমান বাউন্সগুলোও দেখা যাবে না।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘পার্থক্য গড়ে দিয়েছে সূর্যের আলো। প্রথম ম্যাচ যেটায় খেলেছি সেটা তেমন সূর্যের আলো পায়নি। তাই উইকেট একটু নরম ছিল। নরম থাকায় একটু মন্থরও ছিল। কাল যেটায় খেলা হল, সেটায় বল ঠিকমতো ব্যাটে আসছিল। তাই হয়তো শট খেলা সহজ হচ্ছিল। জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা যেমন উইকেটে খেলল আমরা হয়তো তেমন উইকেটই পেতে পারি আগামীকাল। এই ক্ষেত্রে বোলারদের জন্য চ্যালেঞ্জ একটু বেশি থাকবে।’

প্রথম ম্যাচে দ্বিধায় ছিলেন মাশরাফি, টস জিতে ব্যাটিং নাকি বোলিং নেবেন। তবে এবার দ্বিধায় ভুগছেন না তিনি। অধিনায়ক মনে করেন, রাতের শিশিরের জন্য রান তাড়া করা সহজ হবে। তিনি বলেন, প্রথম ম্যাচের আগে দ্বিধায় ছিলাম। ব্যাটিং করব নাকি বোলিং করব। আমার মনে হয়, এখনো রাতে একটু শিশির থাকে। ব্যাটিং করাটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে সহজ। আমার মনে হয়, কালকে এমন কিছু হচ্ছিল না জিম্বাবুয়ের বোলিংয়ে। কারণ, ওরা প্রায় জেতার মতো অবস্থানে ছিলই। আমার মনে হয়, আমাদের একটু ক্যালকুলেটিভ খেলতে হবে। যেটাই আগে করি না কেন, আমাদের আরেকটু দায়িত্ব নিয়ে করতে হবে। যেন কোনো ভুল না করে ফেলি।’ 

এমন উইকেটে ব্যাট করা ব্যাটসম্যানদের জন্যও চ্যালেঞ্জ। সেটাই মনে করিয়ে দিলেন মাশরাফি, ‘ভালো উইকেট হলেও যে ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করবে তা তো না। পরিকল্পনার বাস্তবায়নটা খুব জরুরিযেভাবে তামিম ব্যাট করেছে, সাকিব শুরু করেছে, বিজয় শুরু করেছে, মুশফিক তো নট আউট ছিল। টপ অর্ডার যদি এভাবে দেখেশুনে খেলতে পারে তাহলে আমাদের বিশ্বাস আমাদের বড় ইনিংস খেলার সামর্থ্য আছে।’ 

জিম্বাবুয়েকে আট উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা হয়েছে বাংলাদেশের। ১৯ জানুয়ারি টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এই ম্যাচ জিততে পেসারদের দিকেই তাকিয়ে আছেন অধিনায়ক মাশরাফি।

‘পেসারদের ওপর নির্ভরতা তো অবশ্যই থাকবে। আগেও বলেছি, আমরা যেসব ম্যাচ জিতেছি পেসাররা অসাধারণ ভূমিকা রেখেছে। আবার অনেক ম্যাচ হেরেছি যেখানে পেস বোলাররা কিছুই করতে পারেনি। আমরা দুই দিকই দেখেছি। আমরা চেষ্টা করছি কীভাবে আরও ধারাবাহিক হওয়া যায়। প্রত্যেক দিন সম্ভব না এটা। আমরা খুব লাকি যে, জিম্বাবুয়ের বিপক্ষে সাকিব প্রথম ওভারে পার্থক্যটা গড়ে দিয়েছে। প্রত্যেক দিন তেমন কিছু হবে না। আমাদের বোলারদেরও সেটা মনে রাখতে হবে।’ বলেন মাশরাফি। 

প্রিয় স্পোর্টস/কেএফ