কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হারিয়ে যাওয়া ক্যাকটাস খুঁজে বেড়াচ্ছেন পোস্টার দিয়ে। ছবি: হাফিংটন পোস্ট থেকে সংগৃহীত।

যত্রতত্র পোস্টার দিয়ে হারানো ক্যাকটাস খুঁজে বেড়াচ্ছেন এই ব্যাক্তি!

তাশফিন ত্রপা
ফিচার লেখক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৬:২৪
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৬:২৪

(প্রিয়.কম) শখ করে ঘরের কোণে বাগান তো আনেকেই করেন। বাগানে বেড়ে উঠা শখের গাছের সঙ্গে লেগে থাকে সেই বাগান মালিকের অজস্র ভালোবাসাও। সম্প্রতি সন্ধান মিলল এক অদ্ভুত গাছপ্রেমী তরুণের। উইলিয়াম গোল্ড নামের ১৯ বছর বয়সী এই গাছপ্রেমী তরুণ অদ্ভুত রকমের আসক্তিতে ভুগছেন। উইলিয়ামের বারান্দা থেকে তার একটি ক্যাকটাস গাছ হারিয়ে যাওয়ায় তিনি এখন হন্য হয়ে পাগলের মত তার এই ক্যাকটাস গাছটি খুঁজে বেড়াচ্ছেন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পথে-ঘাটে, দোকানপাটে সর্বত্র সেই ক্যাকটাসের পোস্টার দিয়ে গাছটি খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন তিনি। ৫ সেপ্টেম্বর থেকে উইলিয়ামের এই কর্মকাণ্ডে তার এলাকার মানুষ একেবারে হতবাক হয়ে গেছে। এমনকি সংবাদপত্রগুলোও তার ক্যাকটাস খোঁজার পোস্টার নিয়ে সংবাদ করা শুরু করে দিয়েছে।

ক্যাকটাস খোজার উদ্দেশ্যে পোস্টার। ছবি: হাফিংটন পোস্ট থেকে সংগৃহীত।

গাছের প্রতি এ রকম অদ্ভুত ভালোবাসা এর আগে কেউ দেখেছে বলে মনে হয়না।  এই গাছ নিয়ে বেশ আবেগাপ্লুত হয়ে যুক্তরাষ্ট্রে বসবাসকারী তরুণ উইলিয়াম বলেন, ‘ক্যাকটাস গাছের চারাটি আমি কুড়িয়ে এনে একটি শিশুর মতো যত্নআত্তি করে বড় করেছি । তাই আমার সন্তানের মত এই ক্যাকটাস গাছটির হারিয়ে যাওয়ায় আমি কোন ভাবেই মেনে নিতে পারছিনা।’

সূত্র: ডেকান ক্রনিকল এবং হাফিংটন পোস্ট ।

প্রিয় জটিল/সিফাত বিনতে ওয়াহিদ