কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রতীকী ছবিটি গেটি ইমেজ থেকে সংগৃহীত।

ডাম্বেলে আটকে পড়া পুরুষাঙ্গ উদ্ধার করল দমকল বাহিনী

তাশফিন ত্রপা
ফিচার লেখক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪১
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪১

(প্রিয়.কম) গত শুক্রবার (১৫ সেপ্টম্বর) এক ব্যক্তি ব্যায়ামাগারে ডাম্বেল দিয়ে জিম করতে গিয়ে অসাবধানতায় ডাম্বেলের (ভার উত্তোলন) সঙ্গে তার পুরুষাঙ্গ আটকা পরে যায়। তার পর সেই কী কাণ্ড! সেই জিমনেশিয়ামের সবার শত চেষ্টার পরেও তাকে আর মুক্ত করা গেল না। অবশেষে জার্মানির দমকল বাহিনীর টানা তিন ঘণ্টার প্রচেষ্টায় তাকে অ্যাম্বুল্যান্সে করে সেই ডাম্বেল (ভার উত্তোলন) সহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জার্মানে বসবাসকারী এই ব্যক্তির গোপনাঙ্গ এত অস্বাভাবিক ভাবে ডাম্বেলের সাথে আটকা পরেছিল যে পরবর্তীতে ডাম্বেল ভেঙে তাকে মুক্ত করা হয়। তবে এই দুর্ঘটনায় তিনিও ভয়াবহ মাত্রায় অসুস্থ হয়ে পড়েন। ভবিষ্যতে এই সব অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য ঐ দিন জনসাধারণের উদ্দেশ্যে জার্মানির দমকল বাহিনী তাদের ফেসবুকেও একটি সচেতনতা মূলক পোস্ট দেন। তবে আমাদের দেশে অনেকেই আছেন ব্যায়াম করতে ভালবাসেন। তাই তরুণ প্রজন্মের যারা ব্যায়াম করতে ভালোবাসেন তাদেরও উচিত একটু সাবধানেই ভার উত্তোলন করা। কারণ বিপদ কখনো আগাম বার্তা নিয়ে আসে না।

সূত্র: দ্য মিরর।

প্রিয় জটিল/গোরা