কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ছবি: স্টার মেইল

প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল ও সম্পদে পরিণত করুন: রাষ্ট্রপতি

হাসান আদিল
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৭, ২২:৩২
আপডেট: ১৯ নভেম্বর ২০১৭, ২২:৩২

(প্রিয়.কম) বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নীতি নির্ধারক, উন্নয়ন সহযোগীসহ সকলকে প্রতিবন্ধীদের মানবসম্পদে পরিণত ও আত্মনির্ভরশীল করার ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

১৯ নভেম্বর রোববার বঙ্গবন্ধু নভোথিয়েটারে এশিয়ান ফেডারেশন অন ইন্টিলেকচুয়াল ডিজএবিলিটি (এএফআইডি)-র ২৩তম সম্মেলন উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ‘প্রতিবন্ধীদের ব্যাপারে সামাজিক ও রাজনৈতিক অঙ্গীকার অত্যাবশ্যকীয়। যদি আমরা তাদেরকে বিশেষ শিক্ষা, প্রশিক্ষণ এবং স্বাস্থ্য সুবিধা প্রদান করতে পারি, তবে তারাও সক্ষম জনশক্তিতে পরিণত হতে পারে।’

প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘তারা সমাজ এবং পরিবার থেকে বিশেষ যত্ন ও মনযোগ পাওয়ার আশা করে।’

রাষ্ট্রপতি আবদুল হামিদ উদাহারণ টেনে বলেন, ‘প্রখ্যাত সমাজ কর্মী হেলেন কেলার, বিখ্যাত ব্রিটিশ কবি জন মিল্টন এবং শিক্ষাবিদ লুই ব্রেইল অন্ধ ছিলেন, জার্মান বাদ্যযন্ত্র বাদক বিটোফেন বধির ছিলেন, বিখ্যাত ব্রিটিশ বিজ্ঞানী স্টিফেন হকিং প্রতিবন্ধী হওয়ার পরও সমাজে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’

অনুষ্ঠানে অংশ নেওয়া প্রতিবন্ধী শিল্পীদের সঙ্গে গ্রুপ ছবিতে রাষ্ট্রপতি। ছবি: স্টার মেইল

অনুষ্ঠানে অংশ নেওয়া প্রতিবন্ধী শিল্পীদের সঙ্গে গ্রুপ ছবিতে রাষ্ট্রপতি। ছবি: স্টার মেইল

প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের অবস্থার জন্য দায়ী নয়, তাদের এই অবস্থান প্রকৃতির ইচ্ছাধীন উল্লেখ করে রাষ্ট্রপতি সুনির্দিষ্টভাবে তাদের প্রতি যথাযথ সেবাদানের পাশাপাশি স্নেহ, ভালোবাসা জানানোর জন্য সকলের প্রতি আহবান জানান। আর শারীরিকভাবে অক্ষম শিশুদের বিশেষায়িত প্রশিক্ষণ ও শিক্ষাদানের মাধ্যমে তাদের মানবসম্পদে পরিণত করার আহবান জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন প্রয়োগিক পদক্ষেপের কথা তুলে ধরে আবদুল হামিদ বলেন, ‘প্রতিবন্ধীদের দক্ষ জনশক্তি হিসেবে সমাজের মূলস্রোতে নিয়ে আসতে বর্তমান সরকার ন্যাশনাল ফাউন্ডেশন ফর দ্য ডেভলপমেন্ট অব ডিজাবেলড (এনএফডিডি) প্রতিষ্ঠা করেছে। আদমশুমারিতে প্রতিবন্ধী ইস্যুসহ প্রতিবন্ধী চিহ্নিতকরণ জরিপ করেছে, ‘প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা আইন-২০১৩’ এবং ‘নিউরো-ডেভেলপমেন্টাল ডিজাবিলিটি ট্রাস্ট ফান্ড আইন-২০১৩’ পাস করেছে। বৃত্তি, স্বাস্থ্য সেবা, অবারিত সুযোগ, ক্রীড়া ও পুনর্বাসন কমপ্লেক্স নির্মাণ এবং নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে।’

অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এওয়ার্ড প্রাপ্ত এবং ইউনেস্কো জুরি বোর্ডের সভাপতি সায়মা ওয়াজেদকে ধন্যবাদ জানান।

প্রিয় সংবাদ/শান্ত