কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চাচা নেহেরু মাদ্রাসা। ছবি: সংগৃহীত

মাদ্রাসার পানিতে ইঁদুরের বিষ!

ইতি আফরোজ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৫:১৫
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৫:১৫

(প্রিয়.কম) ভারতের আগ্রার চাচা নেহরু নামের একটি মাদ্রাসার পানির ট্যাঙ্কে ইঁদুর মারার বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।  

১৬ সেপ্টেম্বর শনিবার আগ্রার চাচা নেহরু মাদ্রাসায় এ ঘটনাটি ঘটেছে। 

ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারির স্ত্রী সালমা আনসারি মাদ্রাসাটির ডিরেক্টর বলে জানা গেছে।     

টাইমস্ অব ইন্ডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মাদ্রাসাটিতে ৪ হাজার ছাত্র রয়েছে। শনিবার আফজল নামে এক ছাত্র পানি খেতে গিয়ে দেখে ট্যাঙ্কের পানিতে এক ব্যক্তি কিছু সাদা ট্যাবলেট মেশাচ্ছে। ওই ব্যাক্তিকে কী করছে জানতে চাইলেই তাকে বন্দুক দেখিয়ে হুমকি দেয়।

এরপর আফজাল দৌড়ে ক্লাসে গিয়ে বিষয়টি মাদ্রাসার নিরাপত্তারক্ষী এবং শিক্ষকদের জানায়। কিন্তু ততক্ষণে দুষ্কৃতী উধাও হয়ে যায়।

আনসারি মাদ্রাসার ডিরেক্টর এ বিষয়ে শোনার পরই যথাযথ কর্তৃপক্ষকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে বলেন। এছাড়া মাদ্রাসাটিতে সিসিটিভি ক্যামেরা লাগানোরও নির্দেশ দিয়েছেন তিনি।   

আলিগড়ের এসপি রাজেশ পান্ডে জানান, পানির নমুনা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এছাড়া আর এ যেনো এমন ঘটনা না ঘটে, এ জন্য নিরাপত্তারক্ষীদের সতর্ক করা হয়েছে। 

আপাতত পানির ওই জায়গাটি ঘিরে রেখে ছাত্রদের জন্য পানির বিকল্প ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।  

তবে কেন এ ধরণের ঘটনা ঘটানো হয়েছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে জানতে তদন্তকারীরা চেষ্টা চালাচ্ছেন। 

প্রিয় সংবাদ/শিরিন