কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খালেদ মাহমুদ সুজন। ছবি: প্রিয়.কম

সুজনের দুই বছরের সংগ্রামের ফল পাবেন স্থানীয় ক্রিকেটাররা!

জুবায়ের আহমেদ তানিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৭, ১৯:২৯
আপডেট: ১৮ নভেম্বর ২০১৭, ১৯:২৯

(প্রিয়.কম) চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। প্রতিদলে খেলছেন পাঁচজন করে বিদেশি ক্রিকেটার, যার কারণে সু্যোগ হচ্ছে না স্থানীয় ক্রিকেটারদের। স্থানীয়দের মধ্যে যারা সুযোগ পাচ্ছেন তাদের কাছ থেকেও পাওয়া যাচ্ছে না বলার মতো কোনও পারফরম্যান্স। এই বিষয়টি আমলে নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। স্থানীয় ক্রিকেটারদের নিয়ে আরও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করার কথা জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। 

তবে বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন জানালেন স্থানীয় ক্রিকেটারদের নিয়ে এই টুর্নামেন্ট আয়োজনের জন্য টানা দুই বছর ধরে সংগ্রাম করে যাচ্ছেন তিনি। বলেন, ‘স্থানীয়দের নিয়ে টুর্নামেন্টের জন্য আমি দুই বছর ধরেই সংগ্রাম করছি। টি-টোয়েন্টি এখন খুব গুরুত্বপূর্ণ ফরম্যাট। এটার বিশ্বকাপ আছে। আপনাদের মনে আছে হয়তো আমরা স্থানীয় ক্রিকেটারদের নিয়ে ২০১৩ সালে সিলেটে বিজয় দিবস টি-টোয়েন্টি টুর্নামেন্ট করেছিলাম। সেটা খুব সাড়া ফেলেছিল। অনেক পারফরমার বেরিয়ে এসেছিল ওই টুর্নামেন্ট থেকে।’

কবে নাগাদ এই টুর্নামেন্ট মাঠে গড়াবে তা এখনও নির্ধারিত হয়নি। সুজনের মতে বিপিএলের আগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হলে তা ক্রিকেটারদের জন্যই ভাল হবে। বলেন, ‘এখানে বিদেশি ক্রিকেটাররা হয়তো পাঁচটা মেইন স্পট দখল করে রেখেছে। বিপিএলের আগে যদি ওই টুর্নামেন্ট করা যায়, স্থানীয় ক্রিকেটারদের জন্য একটা ওয়ার্মআপ হবে। ফ্র্যাঞ্চাইজিগুলোর সুযোগ হবে নতুন ক্রিকেটার দলে টানার।’

টি-টোয়েন্টি ক্রিকেট রপ্ত করতে বেশি বেশি ম্যাচ খেলার বিকল্প নেই তা আবারও মনে করিয়ে দিলেন সুজন, ‘আমাদের ছেলেরা এত টি-টোয়েন্টি খেলে না যেটা কাইরন পোলার্ড, এভিন লুইস, সুনিল নারাইনরা খেলে। ওরা খুব অভিজ্ঞ, ওদের কাছে এটা মুখস্ত খেলা, আমাদের কাছে সেটা নয়। তরুণ খেলোয়াড়দের এটা খুব ভালো হবে।’

বিপিএলের পাশাপাশি স্থানীয় ক্রিকেটারদের নিয়ে এই টুর্নামেন্ট খেলোয়াড়দের আরও অভিজ্ঞ করে তুলবে বলে আশাবাদী ঢাকা ডায়নামাইটসের এই কোচ। বলেন, ‘আমি মনে করি, নতুন তারকা খোঁজার জন্য দারুণ একটা টুর্নামেন্ট হবে। বিপিএলে দেখা যাবে ছেলেরা প্রথম থেকে পারফরম করছে। এই ফরম্যাটে মানিয়ে নিতে একটু সময় লাগে। আমাদের ছেলেরা গিয়েই প্রথম বলে ছয় মারতে পারে না এটা বলছি না, কিন্তু নিয়মিত অনুশীলনটা আমাদের নেই।’

অন্যদিকে পদত্যাগ করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহে। কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ তা এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেতে পারেন সুজন। এই বিষয়ে সুজনের ভাষ্য, ‘অন্তর্বর্তীকালীন কোচের ব্যাপারটা তো বোর্ডের সিদ্ধান্ত। যদি এমন কিছু হয় যে, প্রয়োজনে আমার কাজ করতে হবে। আমি তো বাংলাদেশের জন্য অনেক প্রয়োজনে অনেক কাজই করেছি অনেক সময়। আবার করতে হলে আমি খুশি মনেই করব। কারণ, এটা আমার প্যাশন আর কোচ হিসেবেও আমার এখন অনেক অভিজ্ঞতা হয়েছে। যদি এমন সুযোগ আসে চিন্তা করার একটা ব্যাপার তো থাকবেই।’   

প্রিয় স্পোর্টস/কামরুল