কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

বড়দের মতো যুবাদের চোখও হোয়াইটওয়াশে

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৯
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৯

(প্রিয়.কম) বাংলাদেশের জন্য সহজ প্রতিপক্ষই আফগানিস্তান। দু'দলের মধ্যকার দ্বি-পাক্ষিক সিরিজে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়েই মাঠে নামেন সাকিব-তামিম-মুশফিকরা। এর ব্যতিক্রম নন বাংলাদেশি যুবারাও। আফগানিস্তান যুব দলের বিপক্ষে বাংলাদেশ যুবাদের লক্ষ্যও হোয়াইটওয়াশ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দু'দল। আফগানিস্তান দল ঢাকায় পা রাখার আগেই সিলেটের উদ্দেশে ঢাকা ছেড়েছে সাইফ হাসানের দল। ২৮ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।

ঢাকা ছাড়ার আগে আফগানিস্তান সিরিজে নিজেদের লক্ষ্যের কথা জানান যুব দলের অধিনায়ক সাইফ হাসান। বলেন, 'অধিনায়ক হিসেবে অবশ্যই চাইব সিরিজ জিততে। আফগানিস্তানের সঙ্গে খেলায় একটাই চেষ্টা থাকবে, সেটা হল হোয়াইটওয়াশ করার। তবে ওরা ভাল দল। অনূর্ধ্ব-১৯ দল হলেও ভাল। যদিও আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে ওদের হোয়াইটওয়াশ করা কঠিন হবে না।'

আফগানিস্তান সিরিজে দলের প্রস্তুতি ভাল উল্লেখ করে সাইফ বলেন, 'অনেক দিন থেকেই আমরা অনুশীলন করছি। সম্প্রতি আমরা কয়েকজন জাতীয় লিগ খেলেছি। সব মিলিয়ে ম্যাচ অনুশীলনটা খুব ভাল হয়েছে। আমাদের কাজগুলো ঠিকভাবে করতে পারলেই ইন শা আল্লাহ আমাদের পক্ষে ফলাফল আসবে।'

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তান সিরিজের প্রথম চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শুরুর আগে সিলেটে কয়েকদিন অনুশীলন করবেন সাইফ হাসান-আব্দুল হালিম-কাজী অনিকরা। তাই মঙ্গলবার সকালেই ঢাকা ছেড়েছেন তারা।

প্রিয় স্পোর্টস/ শান্ত মাহমুদ