কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেম্যান। ছবি: সংগৃহীত

বাসে পাথর নিক্ষেপের ঘটনায় যা বললেন অস্ট্রেলিয়ার কোচ

সামিউল ইসলাম শোভন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৮
আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৮

(প্রিয়.কম, চট্টগ্রাম থেকে) চট্টগ্রাম টেস্টে মাঠের খেলা ছাপিয়ে আলোচনায় অজি টিম বাসে পাথর নিক্ষেপ। এতে করে নাকি জানালার কাচই ভেঙে গেছে। যদিও পরবর্তী পদক্ষেপে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সন্তুষ্ট ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ)। ঘটনার সময় বাসে উপস্থিত থাকা অজি কোচ ড্যারেন লেম্যানও ঘটনাটিকে খুব বড় করে দেখতে চান না। উল্টো নিরাপত্তা নিয়ে প্রশংসায় করলেন।

জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবারের খেলা শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হন তিনি। সেখানে পাথর নিক্ষেপের ঘটনা প্রসঙ্গে বললেন, ঘতনার শুরুতে আমরা চমকে গিয়েছিলাম। কিন্তু এখানকার নিরাপত্তারক্ষীরা দারুণ কাজ করছে বলেই আসতে পেরেছি। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া; উভয় পক্ষের নিরাপত্তা কমিটি খুব ভালো কাজ করছে। বোর্ড এ নিয়ে আমাদের সাথে কথা বলেছে, আমরা পুরো ব্যাপারটাকে নিরাপত্তা সংশ্লিষ্টদের হাতে ছেড়ে দিয়েছি।

এর আগে সোমবার স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে টিম বাসে কে বা কারা পাথর ছোঁড়ে। ওই রাতেই অস্ট্রেলিয়ান গণমাধ্যমে এ খবর ফলাও করে প্রচার করা হয় । অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল এক বিবৃতিতে বলেছেন, গত রাতে হোটেলে ফেরার সময় অস্ট্রেলিয়া দলের বাসের একটা জানালা ভেঙেছে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বিষয়টা নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা কর্মকর্তারা আলোচনা করে জানতে পেরেছে এটা ছোট্ট একটা পাথরের আঘাত স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটা গুরুত্বের সঙ্গে নিয়েছে চলাচলের রুটে নিরাপত্তা বাড়ানো হয়েছে

পরদিন মঙ্গলবার দুপুরে এ  ঘটনার বিপরীতে আনুষ্ঠানিক বিবৃতি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে বলা হয়, জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে সোমবার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে হোটেলে ফেরার পথে অস্ট্রেলিয়ার টিম বাসে পাথর নিক্ষেপ ও জানালা ভেঙে যাওয়ার ঘটনার ব্যাপারে বিসিবি অবগত আছেইস্যুটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবিএরই মধ্যে কমিটি গঠন করে ঘটনার তদন্ত শুরু হয়েছে

সেখানে আরও বলা হয়, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছেশুধু তাই নয়, হোটেল থেকে স্টেডিয়ামে আসার রাস্তায় নিরাপত্তা জোরদার করা হয়েছেসোমবার রাতের ঘটনায় বিসিবির দ্রুত সাড়া দেওয়া ও নতুন করে নেওয়া পদক্ষেপের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছে অস্ট্রেলিয়া