কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

উত্তরবঙ্গের একটি গুরুত্বপুর্ণ বানিজ্য পোর্ট রাধিকাপুর। ছবি: গুগল ম্যাপ।

দিনাজপুর সংলগ্ন রাধিকাপুর ভারত-বাংলাদেশ স্থলবন্দর সাময়িক বন্ধ

খন্দকার ইশতিয়াক মাহমুদ
লেখক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৭, ১২:৩২
আপডেট: ২০ অক্টোবর ২০১৭, ১২:৩২

(প্রিয়.কম) ভারত বাংলাদেশ বানিজ্য ও অন্যান্য কারণে দিনাজপুর সংলগ্ন স্থলবন্দর রাধিকাপুর বেশ গুরুত্বপুর্ণ এলাকা উত্তরবঙ্গে। সম্প্রতি ভারতীয় হাই-কমিশনের অফিশিয়াল ফেসবুক থেকে একটি  বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এই স্থল বন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

তাদের বক্তব্য ছিল 

” রাধিকাপুর স্থল সমন্বিত চেকপোস্ট দিয়ে প্রবেশ/প্রস্থান করা যাবে না

সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত: রাধিকাপুর স্থল সমন্বিত চেকপোস্ট দিয়ে যাতায়াত সাময়িকভাবে স্থগিত আছে। পরবর্তী পদক্ষেপ না নেয়া পর্যন্ত রাধিকাপুর স্থল সমন্বিত চেকপোস্ট দিয়ে প্রবেশ/প্রস্থান করা যাবে না।

ঢাকা

১৬ অক্টোবর ২০১৭

****

No entry/exit through ICP Radhikapur

It is being notified that due to some unavoidable circumstances, the Land Integrated Check Post at Radhikapur will remain temporarily closed with immediate effect. There will be no entry/exit through ICP Radhikapur till it is operationalised in due course.

Dhaka

October 16, 2017 ”

 

 

সম্পাদনা: ড. জিনিয়া রহমান।

ভ্রমণ সম্পর্কিত আরও জানতে চোখ রাখুন আমাদের প্রিয় ট্রাভেলের ফেসবুক পাতায়। ভ্রমণ নিয়ে আপনার যেকোনো অভিজ্ঞতা, টিপস কিংবা লেখা পোস্ট করুন আমাদের সাইটে । আপনাদের মতামত জানাতে ই-মেইল করতে পারেন [email protected] এই ঠিকানায়।