কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লালমনিরহাটে বন্যার্তদের সাউর্দান ক্লথিংসের ত্রাণ বিতরণ। ছবি: প্রিয়.কম

লালমনিরহাটে বন্যার্তদের সাউর্দান ক্লথিংসের ত্রাণ বিতরণ

আসাদুজ্জামান সাজু
কন্ট্রিবিউটর, লালমনিরহাট
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৪:১০
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৪:১০

(প্রিয়.কম) লালমনিরহাটে ৮শ’ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সাউর্দান ক্লথিংস লিমিটেড। ৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে লালমনিরহাট সদর উপজেলার বুমকার চর, ফলিমারীর চর ও কর্নপুর ঈদগাহ মাঠে এ ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ হিসেবে কাপড়, চাল, ডাল, তেলসহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন কোম্পানীর জিএম জালালী ইকরাম সুজন, এমআরএম সাইদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। প্রতিষ্ঠানের কর্মীদের বেতনের টাকা দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে উদ্যোক্তারা সন্তোষ প্রকাশ করেছেন। 

দুর্যোগ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর বন্যায় দেশের ৩৫ জেলার ৮১ লাখ ৭৭ হাজার ১৩৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫৪ হাজার ৭০১টি বাড়ি-ঘর সম্পূর্ণভাবে এবং ছয় লাখ ৩৭ হাজার ৬২২টি ঘর-বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বন্যার পানিতে ছয় লাখ ৯ হাজার ৭৬১ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত জেলায় পানিবাহিত রোগ ও জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দুই হাজার ৯১৮টি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। আর ব্যক্তি উদ্যোগে ও সামাজিক, রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠন ত্রাণ বিতরণ করেছে।

এ সব জেলায় চরম ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা জন্য সরকার ১০৫ কোটি ৯৭ লাখ টাকা বরাদ্দ করেছে। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের সহায়তায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে পদক্ষেপ গ্রহণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

প্রিয় সংবাদ/শিরিন