কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লালমনিরহাটে বন্যা দুর্গতদের মাঝে ঢেউটিন বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। ছবি: প্রিয়.কম

লালমনিরহাটে বন্যা দুর্গতদের পুনর্বাসনে সেনাবাহিনীর ঢেউটিন বিতরণ

আসাদুজ্জামান সাজু
কন্ট্রিবিউটর, লালমনিরহাট
প্রকাশিত: ২৯ আগস্ট ২০১৭, ১৪:০৮
আপডেট: ২৯ আগস্ট ২০১৭, ১৪:০৮

(প্রিয়.কম) লালমনিরহাটে তিস্তা নদীর ভাঙ্গনের শিকার ও বন্যায় ক্ষতিগ্রস্থ ৬০টি পরিবারের পুনর্বাসনে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ২৯ আগস্ট মঙ্গলবার দুপুরে জেলার হাতীবান্ধা এস এস স্কুল এন্ড কলেজ মাঠে বন্যার্তদের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেন সেনাবাহিনী’র ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাসুদ রাজ্জাক।

সে সময় উপস্থিত ছিলেন, বি. জে. আবুল ফজল সানাউলা, বি. জে. সাঈদ, কর্ণেল আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সোরওয়ার্দী, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ইউএনও সৈয়দ এনামুল কবির, পিআইও ফেরদৌস আহম্মেদ।

লালমনিরহাটে বন্যা দুর্গতদের মাঝে টাকা বিরতণ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

লালমনিরহাটে বন্যা দুর্গতদের মাঝে টাকা বিরতণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। ছবি: প্রিয়.কম

এর আগে ২৭ আগস্ট রোববার সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তার তীরবর্তী দক্ষিণ বালাপাড়া সিনিয়র ফাজিল মাদরাসায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ হিসেবে শুকনো খাবার প্যাকেট বিতরণ করেন আদিতমারী উপজেলা ডাকবাংলো’র অস্থায়ী সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা ক্যাপটেন মর্তুজা হোসেন।

উল্লেখ্য, ১৯ আগস্ট শনিবার বিকেলে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল জানান, দেশে চলমান বন্যায় এখন পর্যন্ত ২৭টি জেলা প্লাবিত হয়েছে। এতে ৫৭ লাখ ১৯ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৪টি জেলায় পানিতে ডুবে ৯৩ জনের মৃত্যু হয়েছে।আর বন্যাদুর্গত এলাকায় ১ হাজার সাতশ ৯৭টি মেডিকেল টিম কাজ করছে।

প্রিয় সংবাদ/শিরিন