কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

সাংবাদিকের সঙ্গে বাকযুদ্ধ, সংবাদ সম্মেলনে মেজাজ হারালেন কোহলি

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৮, ০৬:০৪
আপডেট: ১৮ জানুয়ারি ২০১৮, ০৬:০৪

(প্রিয়.কম) গত ২৫ বছরে দক্ষিণ আফ্রিকার মাটিতে সাদা পোশাকে কোন সিরিজ জেতেনি বর্তমানে টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষে থাকা ভারত। তবে গত দুই বছর দেশের মাটিতে একের পর এক সিরিজ জয়ের কারণে ভারতীয়দের আশা ছিল ২৫ বছরের বন্ধ্যাত্ব এবার হয়তো ঘুচবে। কিন্তু প্রথম টেস্টে ৭২ রানে হারের পর দ্বিতীয় টেস্টেও প্রোটিয়াদের বিপক্ষে ১৩৫ রানে হেরেছে ভারত। একই সঙ্গে সিরিজের এক টেস্ট বাকি থাকতেই সিরিজ হেরে গেছে সফরকারীরা।

২৫ বছরের হিসাব তো মিললোই না। উল্টো এমন হতাশাজনক পারফরম্যান্স। সব মিলিয়ে সাংবাদিকদের বিষাক্ত সব প্রশ্নের মুখে পড়তে হবে, তা ভাল করেই জানতেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আর হলোও তাই। সংবাদ সম্মেলনে প্রশ্নবানে জর্জরিত হলেন তিনি। এর মাঝে প্রশ্ন ছিল দল নির্বাচন নিয়েও। আর এই প্রসঙ্গে প্রশ্ন আসতেই মেজাজ হারান ভারতীয় এই অধিনায়ক। কোহলি রীতিমত বাকযুদ্ধেও জড়িয়ে পড়লেন দক্ষিণ আফ্রিকার এক সাংবাদিকের সঙ্গে। 

অধিনায়ক হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৩৪টি টেস্টে মাঠে নেমেছেন কোহলি। এই ৩৪টি ম্যাচে ৩৪ রকমের দল নামিয়েছেন তিনি! অর্থাৎ টানা দুই ম্যাচে দলে একই সদস্যদের নিয়ে কখনো মাঠে নামেননি কোহলি। দক্ষিণ আফ্রিকায় গিয়েও একই ধারা অব্যাহত রাখতে চলেছেন ভারতীয় এই অধিনায়ক। সংবাদ সম্মেলনে কোহলিকে সেই কথাই স্মরণ করিয়ে দিতে এক প্রোটিয়া সাংবাদিক প্রশ্ন করেন, ‘বারবার প্রথম একাদশ পরিবর্তন করাই কি দলের খারাপ পারফরম্যান্সের কারণ?’

এই প্রশ্ন শুনেই তেলে বেগুনে জ্বলে ওঠেন কোহলি। ভারতীয় এই অধিনায়ক বেশ বিরক্ত হয়েই পালটা প্রশ্ন ছুঁড়ে দেন ওই সাংবাদিককে, ‘গত ৩০টা ম্যাচের মধ্যে ভারত কটা ম্যাচ জিতেছে জানেন? একই সঙ্গে পরিসংখ্যানও জানিয়ে দেন কোহলি, ‘এখনও পর্যন্ত ২১টা জয়, দুটো হার, আর কতগুলো ড্র?’ সাংবাদিক আবার প্রশ্ন করেন, ‘ভারতের মাটিতে কয়টা সেটা বলুন?’

এমন তর্কে আরো রেগে যান কোহলি। প্রশ্নের জবাবে ভারতীয় এই অধিনায়ক বলেন, ‘সেটা বড় বিষয় নয়। আমরা যেখানেই খেলি নিজেদের সেরাটা দেওয়ারই চেষ্টা করি। আমি এখানে আপনাদের প্রশ্নের উত্তর দিতে এসেছি। আপনার সঙ্গে লড়াই করতে নয়।’ 

এখানেই সেই বিতর্ক ধামাচাপা পড়লেও কোহলি যে রেগেই ছিলেন, তা পরের প্রশ্নে আবার বোঝা গেল। অন্য এক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি সেই প্রোটিয়া সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, ‘ভারতের মাটিতে কয়টি ম্যাচে দক্ষিণ আফ্রিকা প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল? গুণে বলতে পারবেন?’

এ সময় বাকি সাংবাদিকরা কোহলিকে বিষয়টি এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন। তবুও যেন থামছিলেন না কোহলি। দল বাছাই নিয়ে আরেক সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ কোহলি এক পর্যায়ে বলেই বসেন, ‘আপনিই তাহলে প্রথম একাদশ বেছে দিন, আমরা খেলি।’

 

সংবাদ সম্মেলনে কোহলির মেজাজ হারানোর ভিডিও।

সূত্র: ইএসপিএন ক্রিক ইনফো/টাইমস নাও

প্রিয় স্পোর্টস/ শান্ত মাহমুদ