কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রতীকী ছবি

খুলনায় সপ্তম শ্রেণির ছাত্রকে কুপিয়ে হত্যা

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৮, ১২:০৪
আপডেট: ২১ জানুয়ারি ২০১৮, ১২:০৪

(প্রিয়.কম) খুলনা শহরের পাবলিক কলেজ প্রাঙ্গনে প্রতিষ্ঠানটির সপ্তম শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

২০ জানুয়ারি শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

নিহত ছাত্রের নাম ফাহমিদ তানভীর রাজিব (১৪)। সে পাইকগাছা উপজেলার হিতামপুর গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র।

রাজিব তার পরিবারের সঙ্গে শহরের বয়রা এলাকার ভাড়া বাসায় থাকত।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে রাজিব তার স্কুলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিল। অনুষ্ঠান চলাকালে রাত প্রায় ১০টার দিকে রাজীবকে একটি নির্জন স্থানে নিয়ে ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তদের একটি দল।

খুলনার খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, খবর পাওয়ার পর স্কুলের শিক্ষক-ছাত্ররা মিলে রাজিবকে উদ্ধার করে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রিয় সংবাদ/শিরিন