কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

২০১৬ সালের বিপিএলে খুলনা টাইটান্স দল। ছবি: সংগৃহীত

ঢাকার পেছনেই ছুটছে খুলনা

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ২৪ জুন ২০১৭, ১৯:১৫
আপডেট: ২৪ জুন ২০১৭, ১৯:১৫

(প্রিয়.কম) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর মাঠে গড়াতে বাকি এখনও পাঁচ মাস। এরই মধ্যে দল গোছাতে শুরু করেছে বিপিএলে অংশগ্রহণকারী দলগুলো। ইতিমধ্যেই শেন ওয়াটসন, সুনীল নারাইন, শহীদ আফ্রিদি এভিন লুইসদের মতো বেশ কয়েকজন নামীদামী ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস।

একই পথে হাঁটছে চতুর্থ আসরের সেমিফাইনালিস্ট খুলনা টাইটান্সও। চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী পাকিস্তানি ক্রিকেটার সরফরাজ আহমেদ, শাদাব খানের পর এবার দক্ষিণ আফ্রিকার রিলে রুশোকেও দলে ভিড়িয়েছে খুলনার দলটি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজ থেকে রুশোকে দলে ভেড়ানোর খবরটি নিশ্চিত করেছে খুলনা। রুশোকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করে তারা লিখেছে, 'দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি টপ ব্যাটসম্যান রিলে রুশো ২০১৭ সালের বিপিএলে খুলনা টাইটান্সে যোগ দেবেন।'

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেললেও এখন পর্যন্ত বিপিএলে খেলা হয়নি রুশোর। প্রথমবারের মতো খুলনার হয়ে বিপিএলে অভিষেক হতে যাচ্ছে বাঁ-হাতি এই ব্যাটসম্যানের। এখন পর্যন্ত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পিএসএলে কোয়েটা গ্লাডিয়টর্সের হয়ে খেলেছেন প্রোটিয়াদের হয়ে ৩৬ ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টি খেলা রুশো। এর বাইরে দেশে বিদেশে বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে টি-টোয়েন্টি খেলেছেন ৯৫টি।

খুলনা টাইটান্সের ফেসবুক পোস্টের স্কিনশট।

জাতীয় দলের হয়ে ১৫ টি-টোয়েন্টিতে ২৯.৭২ গড়ে করেছেন ৩২৭ রান। এখন পর্যন্ত হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন দু'বার। সর্বোচ্চ রান ৭৮ ও স্ট্রাইক রেট ১৩৭.৯৭। এদিকে ৩৬ ওয়ানডে রয়েছে তিনটি সেঞ্চুরি ও সাতটি হাফ সেঞ্চুরি। ঘরোয়া টি-টোয়েন্টিতেও রুশোর স্ট্রাইক রেট (১২৯.১৪) চোখে পড়ার মতো। ৯৫টি ম্যাচে ২৭.৯০ গড়ে ২৩৪৪ রান করেছেন তিনি। এখানেও তার ব্যক্তিগত সর্বোচ্চ ৭৮ রান।  

বিপিএলের পঞ্চম আসরকে সামনে রেখে এখন থেকেই বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়াতে শুরু করে দিয়েছে খুলনা। রুশোর আগে অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান ক্রিস লিনকে দলে ভিড়িয়েছে তারা। এর কিছুদিন আগে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী অধিনায়ক সরফরাজ আহমেদ এবং স্পিনার শাদাব খানকে দলে ভিড়িয়েছে। গেল মৌসুমে খুলনার হয়ে খেলেছিলেন পাকিস্তানি পেসার জুনায়েদ খান। এবারের আসরের জন্যও বাঁ-হাতি এই পেসারকে দলে রেখে দিয়েছে খুলনার ফ্র্যাঞ্চাইজি।

কিছুদিন আগে প্রধান কোচের নাম চূড়ান্ত করেছে খুলনা। এবারের আসরে খুলনার প্রধান কোচের দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার সাবেক তারকা ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। আইপিএলের সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন লঙ্কান এই কিংবদন্তি ব্যাটসম্যান। আগামী দুই আসরের জন্য কোচ হিসেবে তাকে নিয়োগ দিয়েছে খুলনা টাইটান্স।