কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘দ্য ফিউচার ফ্যাব্রিক শো ২০১৭’। ছবি: সংগৃহীত।

খাদি পোশাক হয়ে উঠবে আগামীর ফ্যাশন

সিফাত বিনতে ওয়াহিদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৭, ১৬:৩১
আপডেট: ০৬ নভেম্বর ২০১৭, ১৬:৩১

(প্রিয়.কম) দেশিয় কাপড়ের ঐতিহ্য এবং খাদি কাপড়ের চাহিদা বাড়ানোর লক্ষ্যে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো দুদিন ব্যাপী খাদি উৎসব ‘দ্য ফিউচার ফ্যাব্রিক শো ২০১৭’। গত ৩ ও ৪ নভেম্বর রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজিত হয়েছিল দেশের সবচেয়ে বড় এ ফ্যাশন উৎসব। উৎসবটির আয়োজন করেছে ‘ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ’। গত তিন বছর যাবত আয়োজিত এ উৎসবটি দেশিয় ফ্যাশন জগতে এক মাইল ফলক হয়ে উঠছে। এর মাধ্যমে দেশিয় কাপড়ের প্রতি মানুষের আগ্রহ তৈরি হচ্ছে।

এবারের উৎসবে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন এমদাদ হক, মাহিন খান, বিপ্লব সাহা, শৈবাল সাহা, মারিয়া ইসলাম, রাকা, আফসানা ফেরদৌসি, শাহরুখ আমিনসহ মোট ১৯জন ফ্যাশন ডিজাইনার। এছাড়া ভারতের সৌমিত্র মণ্ডল, হিমাংশু মালয়েশিয়ার জ্যাকলিন ফংসহ মোট সাতজন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনারও এ উৎসবে অংশগ্রহণ করেছিলেন।

ইভেন্টের দ্বিতীয় ও শেষদিনে খাদি কাপড়ের উপর বিশেষ একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। এরপর একে একে সব ফ্যাশন ডিজাইনাররা নিজেদের ডিজাইনের পোশাক প্রদর্শন করেন, আসেন বিদেশী ডিজাইনাররাও। তারাও একে একে নিজস্ব ডিজাইনের পোশাকের সঙ্গে পরিচয় করান।

দেশিয় এ খাদি পোশাকগুলোই আবার হয়তো ফিরে আসবে ট্রেন্ড হিসেবে, ফলে এ উৎসবকে ঘিরে দেশি-বিদেশি নাগরিকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এ উৎসব পর্যবেক্ষণে এসেছিলেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। তাকে সেখানে হাস্যোজ্জল আড্ডা দিতেও দেখা যায়।

উৎসবের টানা দুদিন অনেক তারকাই সুযোগ মতো ঢুঁ মেরে গেছেন, এ রকম একদিনই দেখা গিয়েছে অভিনেত্রী তারিনকে। উৎসবে খাদি কাপড় দেখার পাশাপাশি, ডিজাইনার এমদাদ হকের পাশে তাকে একটি প্ল্যাকার্ড হাতে দেখা গেল, যেখানে লেখা ছিল- ‘খাদি ইজ ট্রেন্ডি’।

প্রিয় ফ্যাশন/গোরা