কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গ্রাফিক্স: সেলিম আল দ্বীন। পেইন্টিং: সংগৃহীত।

কামরুজ্জামান কামু'র কবিতা 'আমি রোহিঙ্গা'

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২০
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২০

(প্রিয়.কম) নব্বই দশকের অন্যতম কবি কামরুজ্জামান কামু। 'কবিমুখপত্রহীন' কাব্যগ্রন্থের জন্যই যিনি বেশি পরিচিত। গীতিকার হিসেবেও রয়েছে তার সুনাম। ‘দি ডিরেক্টর’ নামে তার পরিচালিত একটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি তিনি মায়ানমারে নির্যাতিত রোহিঙ্গা সম্প্রদায়ের উপর চলতে থাকা অমানবিক নির্যাতনের বিরুদ্ধে লিখেছেন একটি বিশেষ কবিতা। প্রিয়.কমের পাঠকের জন্য কামরুজ্জামান কামু'র ফেসবুক থেকে সংগৃহীত 'আমি রোহিঙ্গা' কবিতাটি আজ প্রকাশ করা হল।

আমি রোহিঙ্গা

আমার এই নাড়ি টেনে ছিঁড়ে ফেল 

নাফ নদী যাক ভেসে 

আমার রক্ত ছিটকে পড়ুক 

ওপারে বাংলাদেশে

আমি মানুষ না আমি রোহিঙ্গা 

আমাকে হত্যা কর 

আমার আল্লাহ্‌ বড় বেরহম 

নাই কোনো ঈশ্বর

আমার আকাশ নাই তো আমার

আমার নাই রে মাটি 

জন্মের থেকে মৃত্যু অবধি

কাতরে কাতরে হাঁটি

আমি তোর বুকে জন্মাই মাগো

তবু আমি তোর পর

দাউদাউ ক'রে বার্মার বুকে

পুড়ে গেছে মোর ঘর

আমি রোহিঙ্গা বিশ্বাস করো

আমার রক্ত লাল

ওহে পৃথিবীর পয়গম্বর

খাপখোলা তরোয়াল

ধর্ষণ কর আমাকে আমার

লাল রক্তের নদী

বয়ে চলে যাক বার্মার বুকে

অনন্ত নিরবধি

আমি রোহিঙ্গা ওহে গৌতম

আমাকে হত্যাকারী

বুকে গুলি কর মুখে গুলি কর 

বার্মার মিলিটারি

আমি নিপীড়িত আমি রোহিঙ্গা

দিগম্বরের বেশে

নিখিল-বিশ্ব হামাগুড়ি দিয়ে 

এসেছি বাংলাদেশে

প্রিয় সাহিত্য/গোরা