কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চড়ুই পাখি। ফাইল ছবি

১৯ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘পাখি মেলা’

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০১৮, ১৪:০৬
আপডেট: ১৬ জানুয়ারি ২০১৮, ১৪:০৬

(প্রিয়.কম) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে আগামী ১৯ জানুয়ারি দিনব্যাপী পাখি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটরিয়ামে ১৭তম বারের মতো এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলার আহ্বায়ক প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, বিলুপ্তির হাত থেকে পাখিকে রক্ষার জন্য জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও মেলা অনুষ্ঠিত হবে। জাবির উপাচার্য প্রফেসর ফারজানা ইসলাম সকাল সাড়ে ৯টায় মেলার উদ্বোধন করবেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সঙ্গে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র, বাংলাদেশ বার্ড ক্লাব, আর্নেইক ফাউন্ডেশন, চ্যালেন টোয়েন্টি ফোর, আইইউসিএন ও বাংলাদেশ বন বিভাগের যৌথ উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হবে।

দিনব্যাপী এ মেলায় থাকবে আন্তঃবিশ্ববিদ্যালয় পাখির শনাক্তকরণ প্রতিযোগিতা, পাখির উপর আলোকচিত্র প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, টেলিস্কোপের মাধ্যমে পাখি দেখা, কুইজ প্রতিযোগিতা, পাখির উপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, পুরস্কার প্রদান ইত্যাদি।

উল্লেখ্য, এ বছর পাখিদের নিয়ে সেরা প্রতিবেদনের জন্য সাংবাদিককে একটি মিডিয়া পুরস্কার দেওয়া হবে।

প্রিয় সংবাদ/শিরিন/আজাদ চৌধুরী