কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জুয়েল মাজহার। ছবি: সংগৃহীত।

জুয়েল মাজহার- এর কবিতা 'কসাইখানা'

সিফাত বিনতে ওয়াহিদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৮, ১৯:৩৬
আপডেট: ২০ জানুয়ারি ২০১৮, ১৯:৩৬

(প্রিয়.কম) জুয়েল মাজহার। আশির দশকের অন্যতম বিশিষ্ট কবি। ১৯৬২ সালে গুণী এই কবি জন্মেছিলেন ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলায়। গুণী এ কবির জন্মদিন আজ। এ বিশেষ দিনে প্রিয়.কম এর পাঠকদের জন্য প্রকাশিত হলো কবি জুয়েল মাজহার-এর কবিতা 'কসাইখানা'।

 কসাইখানা

ভায়া হে, এলেই যখন      আগুনের আঁচ মেখে যাও

আঙুলের দু’তিন খোঁচায়     বাকলের গিঁট খুলে দাও

দড়িতে ঝুলছে শূকর       ছুরিতে শান দিয়ে যাই

টপকে নগর-পাঁচিল        চলেছি পৌর কসাই

                  লালরঙ কাবাব খাবো

দেখাবো ছুরির জাদু         কাঁচি আর চাকুর খেলা

দেখে যাও এলেই যখন      ঠকাঠক হাড়ের মেলা

উনুনে কড়াই পাতি             টগবগ ফুটছে কড়াই

বাঁ-হাতে হাড়ের কাঠি          কাঠিতে ঝোল নেড়ে খাই

ফেঁড়ে বুক কল্‌জে খাবো       মেলে দুই দাঁতের পাটি

টুপটাপ লাল সুরুয়ায়           ভেজাবো জিভের বাটি

ভায়া হে, এলেই যখন           নেবো আজ তোমার গলা

ছুরিতে শান দিয়েছি              দেখাবো ছুরির খেলা

প্রিয় সাহিত্য/গোরা