কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাহেলা জয়াবর্ধনে। ছবি: সংগৃহীত

বুধবার বাংলাদেশে আসছেন জয়াবর্ধনে

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ০৩ জুলাই ২০১৭, ১১:৩০
আপডেট: ০৩ জুলাই ২০১৭, ১১:৩০

(প্রিয়.কম) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর মাঠে গড়াতে বাকি এখনো পাঁচ মাস। এরই মধ্যে দল গোছাতে ব্যস্ত সময় কাটাচ্ছে বিপিএলে অংশগ্রহণকারী দলগুলো। ইতোমধ্যে শেন ওয়াটসন, সুনীল নারাইন, শহীদ আফ্রিদি এভিন লুইসের মতো নামীদামী ক্রিকেটারকে নিজেদের দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। একই পথে হাঁটছে চতুর্থ আসরের সেমিফাইনালিস্ট খুলনা টাইটান্সও।

বেশ কিছুদিন আগেই প্রধান কোচ হিসেবে শ্রীলঙ্কার সাবেক তারকা ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনেকে নিয়োগ দিয়েছে খুলনার দলটি। টুর্নামেন্ট মাঠে গড়াতে এখনো পাঁচ মাস বাকি থাকলেও দলের সার্বিক অবস্থা পর্যালোচনা করতে বাংলাদেশে আসছেন জয়াবর্ধনে।

পাঁচ জুলাই (বুধবার) সকালে বাংলাদেশে এসে পৌঁছার কথা রয়েছে সাবেক এই লঙ্কান ব্যাটসম্যানের। জানা গেছে, ওইদিন দুপুরেই সংবাদ সম্মেলনে দলের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন তিনি। দুপুর ১.৩০ মিনিটে হোটেল রেডিসন ব্লু’তে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তার।

এই সংবাদ সম্মেলনে জয়াবর্ধনের সঙ্গে খুলনা টাইটান্সের আইকন খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদের উপস্থিত থাকার কথা রয়েছে। রিয়াদ ছাড়াও খুলনা টাইটান্সের চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, ব্যবস্থপনা পরিচালক কাজী ইনাম আহমেদ ও দলটির উপদেষ্টা হাবিবুল বাশার সুমন উপস্থিত থাকবেন।

এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন জয়াবর্ধনে। আগামী দুই আসরের জন্য লঙ্কান এই কিংবদন্তি ব্যাটসম্যানকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে খুলনা। শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা পথ পাড়ি দিয়েছেন জয়াবর্ধনে। ১৯৯৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত, ১৮ বছর লঙ্কানদের হয়ে খেলেছেন তিনি। এই সময়ে ১৪৯ টেস্টে ৩৪টি সেঞ্চুরিসহ ৪৯.৮৪ গড়ে ১১ হাজার ৮১৪ রান করেছেন সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান। এছাড়া ৪৪৮ ওয়ানডেতে ১৯টি সেঞ্চুরি এবং ৩৩.৩৭ গড়ে ১২ হাজার ৬৫০ রান করেছেন তিনি।

শ্রীলঙ্কার জাতীয় দল ছাড়াও অ্যাডিলেড স্ট্রাইকার্স, এশিয়া একাদশ, দিল্লি ডেয়ারডেভিলস, জ্যামাইকা তালাওয়াস, করাচি কিংস, কিংস ইলেভেন পাঞ্জাব, সমারসেট এবং সাসেক্সের হয়ে খেলেছেন ৩৯ বছর বয়সী জয়াবর্ধনে। এদিকে বিপিএলের সর্বশেষ আসরেও ছিলেন তিনি। কিন্তু তাকে দেখা গিয়েছিল খেলোয়াড় হিসেবে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলতে এসেছিলেন ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো জয়াবর্ধনে। ওই আসরে ঢাকার হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন তিনি।

প্রিয় স্পোর্টস/আশরাফ