কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লালমনিরহাটে বন্যার পানিতে ডুবে নিহত শিশু জান্নাতি। ছবি: প্রিয়.কম

‘ত্রাণ নিয়ে বাড়ি ফিরে দেখি জান্নাতি বেঁচে নেই’

আসাদুজ্জামান সাজু
কন্ট্রিবিউটর, লালমনিরহাট
প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৭, ০৯:২০
আপডেট: ২৬ আগস্ট ২০১৭, ০৯:২০

(প্রিয়.কম) ‘ত্রাণ নিয়ে বাড়ি ফিরে দেখি জান্নাতি বেঁচে নেই’ আহাজারি এক মায়ের। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের আনোয়ার হোসেনের কন্যা ২ বছরের শিশু জান্নাতি আক্তার ২৫ আগস্ট শুক্রবার বিকালে বন্যার পানিতে ডুবে মারা গেছে। জান্নাতির মা ত্রাণ নেওয়ার জন্য মিলন বাজারে গেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে ওই এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জাকির হোসেন জানান, আনোয়ার হোসেন পেশায় রিক্সাচালক। বন্যার পানিতে তার বসত বাড়ির উঠানে একটি গর্ত হয়। যা আর্থিক সংকটের কারণে ভরাট করা সম্ভব হয়নি।

আনোয়ারের স্ত্রী জাহানারা বেগম শুক্রবার বিকালে স্থানীয় মিলন বাজার আবুল হাসেম আহেম্মদ মাদ্রাসায় ত্রাণ নিতে যান। সে সময় সবার অজান্তে বাড়ির উঠানের গর্তে পড়ে যায় আনোয়ার হোসেনের ছোট মেয়ে জান্নাতি।কিছুক্ষন পর তার মরদেহ ভেসে উঠে। পরে স্থানীয়রা জান্নাতির মরদেহ উদ্ধার করেন।

গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আতিয়ার রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, শুক্রবার বিকালে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাতীবান্ধা উপজেলার স্থানীয় মিলন বাজারে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। 

প্রিয় সংবাদ/শিরিন