কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাকিস্তানি বিয়ের অনুষ্ঠানে অতিথিদের উপহার দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

বিয়ের মাতাল ডলার, রিয়াল ও ফোন-বৃষ্টি!

আশরাফ ইসলাম
সহ-সম্পাদক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৭, ১৪:২০
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৭, ১৪:২০

(প্রিয়.কম) উপমহাদেশে বিয়ের অনুষ্ঠানগুলো বেশ জাকজমকপূর্ণ হয়ে থাকে। বিশেষ করে বাংলাদেশ, ভারতপাকিস্তানের বিয়ের অনুষ্ঠানগুলোকে স্মরণীয় করে রাখতে বেশ টাকা-পয়সা খরচ করে থাকে। কিন্তু কখনও কি শুনেছেন বিয়ের অনুষ্ঠানে অতিথিদের মাঝে ডলার, রিয়াল বা মোবাইল ফোনের বৃষ্টি হয়েছে?

সম্প্রতি পাকিস্তানে এক বিয়ের অনুষ্ঠানে এমন ঘটনা ঘটেছে। 

পাকিস্তানের সংবাদমাধ্যম ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে জানা গেছে, মহম্মদ আরশাদ পাকিস্তানের মুলতানের সুজাবাদের বাসিন্দা। তিনি বিয়ে করতে পাঞ্জাবে যান। বিয়ে বাড়িতে পৌঁছানো মাত্র তিনি অামন্ত্রিত অতিথিদেরকে ডলার, রিয়েল ও নতুন মোবাইল ফোন বৃষ্টির মতো বিলি করতে শুরু করেন।

বিয়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি সবাই জানতে পারে। ভিডিওতে দেখা যায়, বর পক্ষের লোকজন একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে উপহার ছুঁড়ে দিচ্ছেন।

মহম্মদ আরশাদেরা আট ভাই। তাদের পরিবারের বেশিরভাগ লোকই যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে থাকেন।

প্রিয় সংবাদ/আশরাফ