কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

‘সিরিজের শুরুতে এমন পারফর্ম করলে ফিরে আসাটা কঠিন’

জুবায়ের আহমেদ তানিন
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৭, ১৯:১৪
আপডেট: ১৪ অক্টোবর ২০১৭, ১৯:১৪

(প্রিয়.কম) দুই ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। টেস্ট সিরিজে ভরাডুবির পর বাংলাদেশের সামনে এখন ওয়ানডে সিরিজ। ১৫ অক্টোবর প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। টেস্ট সিরিজের হতাশা ভুলে ওয়ানডেতে কেমন করবে বাংলাদেশ? উত্তর দিলেন বাংলাদেশ ক্রিকেট  বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

১৪ অক্টোবর শনিবার সংবাদ সম্মেলনে সাবেক এই বাংলাদেশি ক্রিকেটার বলেন, ‘সব দলই জেতার জন্য মাঠে নামে। খেলায় তো হার জিত থাকবেই। সবমিলিয়ে টেস্ট সিরিজটা আমাদের ভাল কাটেনি। সিরিজের শুরতে এমন পারফর্ম করলে ফিরে আসাটা কঠিন হয়ে যায়।’

গত কয়েক বছরে ওয়ানডেতে চোখে পড়ার মতো উন্নতি করেছে বাংলাদেশ। দেশের মাটিতে পরিণত হয়েছে দুর্দান্ত এক প্রতিপক্ষে। দেশের বাইরেও রাখছে উন্নতির ছাপ। সাবেক ক্রিকেটার আকরাম খানের মতে দক্ষিণ আফ্রিকায় সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। বলেন, ‘বাংলাদেশ যে ধারাবাহিক সাফল্যের মধ্যে ছিল সেটা দক্ষিণ আফ্রিকায় টেস্টে অনেক কারণেই ধরে রাখতে পারেনি সোজা কথা ভালো করেনি। সিনিয়র খেলোয়াড়দের ইনজুরি, বিশ্রাম এবং যারা খেলেছে তারা ফর্মে ছিল না এবং অনেক ভুলও হয়েছে।’

টেস্টের হতাশা ভুলে ওয়ানডেতে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। এমনটাই মত দিয়েছেন আকরাম খান, ‘মাশরাফি, সাকিব দলের সঙ্গে যোগ দিয়েছে। টেস্টের চেয়ে আমাদের ওয়ানডে দলের অবস্থা বেশ ভাল। ওয়ানডে সিরিজে আমরা তিন বিভাগে ভালো করতে পারলে ফলাফল আমাদের পক্ষে আসবে। কিম্বার্লিতে ব্যাটিং উইকেট হবে, ব্যাটসম্যানদের জন্য অনেক সু্যোগ আছে।’

টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে উরুর মাংশপেশিতে চোট পান ওপেনার তামিম ইকবাল। চোট নিয়ে প্রথম টেস্ট খেললেও দ্বিতীয় টেস্টে রাখা হয়নি বাঁ-হাতি এই ওপেনারকে। আকরাম খান জানিয়েছেন তামিম খেলার জন্য পুরোপুরি ফিট। 

প্রিয় সংবাদ/কামরুল