কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গুরমিত সিং রাম রহিম ও তার পালিত কন্যা হানিপ্রীত। ফাইল ছবি

হানিপ্রীতের সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত

আশরাফ ইসলাম
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১১:৫৭
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১১:৫৭

(প্রিয়.কম) ভারতের হরিয়ানার স্বঘোষিত আধ্যাত্মিক ধর্মগুরু গুরমিত সিং রাম রহিমের ‘দত্তক কন্যা’ হানিপ্রীত ইনসানের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। এই তালিকায় আদিত্য ইনসান ও পবন ইনসানও আছেন বলে জানা গেছে।

হারিয়ানার পুলিশ জানায়, যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের পুলিশের কাছে আত্মসমর্পণ করা উচিত। ইতোমধ্যে হানিপ্রীতসহ ‘বাবা’র ডেরা সচ্চা সৌদার কয়েকজন সহযোগীকে ফেরারি আসামি ঘোষণা করেছে হারিয়ানার আইনশৃঙ্খলা বাহিনী। দেখা মাত্র তাদেরকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে পুলিশ।

হরিয়ানার ডিজিপি বি এস সান্ধু জানান, রাম রহিম ধর্ষণ মামলায় দোষী প্রমাণিত হওয়ার পর হরিয়ানা ও পঞ্জাবের বিভিন্ন জায়গায় সহিংসতা শুরু হয়েছিল, সেই ঘটনায় জড়িত সন্দেহে হানিপ্রীতসহ পবন এবং আদিত্যর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে পুলিশ খঁজছে।

বৃহস্পতিবার রাজস্থানে হানিপ্রীতকে ধরতে অভিযান চালায় পুলিশ। তবে পাওয়া যায়নি তাকে। 

পুলিশ বলছে দরকার হানিপ্রীতকে ধরতে বাবা রাম রহিমের সঙ্গে আলোচনা করা হবে। 

সূত্র: এনডিটিভি