কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গ্যালাক্সি এ সিরিজের স্মার্টফোনগুলোতে বড়সড় পরিবর্তন আসছে। ছবি: সংগৃহীত

স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের স্মার্টফোনে থাকবে ‘ইনফিনিটি ডিসপ্লে’

আরিফ আরমান বাদল
সহ-সম্পাদক, বিজনেস এন্ড টেক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৭, ১৪:৩০
আপডেট: ১২ নভেম্বর ২০১৭, ১৪:৩০

(প্রিয়.কম) মধ্যম সারির গ্যালাক্সি এ সিরিজের (২০১৮ সংস্করণ) স্মার্টফোনে ১৮:৯ অনুপাতে বেজেলহীন ইনফিনিটি ডিসপ্লে যুক্ত করছে স্যামসাং। স্যামসাং গ্যালাক্সি এ৫ (২০১৮) স্মার্টফোনে ইনফিনিটি ডিসপ্লে থাকলেও এতে কোনো কার্ভড থাকবে না। অর্থাৎ, এটি স্যামসাং গ্যালাক্সি এস৮ অ্যাক্টিভের মতো ডিজাইনে বাজারে আসবে। সংবাদমাধ্যম স্যামমোবাইল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদন অনুযায়ী, গ্যালাক্সি এ সিরিজের স্মার্টফোনগুলোতে বড়সড় পরিবর্তন আসছে। কেননা এর আগে গ্যালাক্সি এ সিরিজের হ্যান্ডসেটগুলোতে ১৬:৯ অনুপাতের ডিসপ্লে ছিল। গ্যালাক্সি এস৮ এবং এস৮ প্লাসে প্রথম উপরিউক্ত অনুপাতের ইনফিনিটি ডিসপ্লে যুক্ত করেছিল স্যামসাং। প্রতিষ্ঠানটির সর্বাধুনিক গ্যালাক্সি নোট ৮ স্মার্টফোনেও একই অনুপাতের ইনফিনিটি ডিসপ্লে আছে।

স্যামমোবাইলের প্রতিবেদন অনুযায়ী আসন্ন ডিভাসটি অ্যান্ড্রয়েড ৭.১.১ ন্যুগাট অপারেটিং সিস্টেম দিয়ে পরীক্ষা করা হয়েছে। গ্যালাক্সি এ সিরিজের নতুন সংস্করণটি আগামী বছরের শুরুতে বাজারে আসতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

প্রিয় টেক/আশরাফ