কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারত-মিয়ানমারের সেনা কর্তাদের যৌথ মহড়া। সংগৃহীত ছবি

ভারত-মিয়ানমার সেনাদের যৌথ মহড়া

জানিবুল হক হিরা
সহ-সম্পাদক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৭, ১৮:২৩
আপডেট: ২০ নভেম্বর ২০১৭, ১৮:২৩

(প্রিয়.কম) রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সেনাবাহিনী বিশ্বব্যাপী সমালোচিত ও তাদের ভূমিকার কারণে যুক্তরাজ্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া বন্ধ করে দিলেও ভারত মিয়ানমারের সেনা কর্মকর্তাদের সঙ্গে যৌথ মহড়া ও প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে।

২০ নভেম্বর সোমবার ভারত ও মিয়ানমারের সেনা কর্মকর্তাদের প্রথম যৌথ মহড়া শুরু হয়েছে। এটি চলবে পাঁচ দিন।

মেঘালয়ের রাজধানী শিলং থেকে ২৫ কিলোমিটার দূরে সদ্য নির্মিত উমরোইতে শুরু হলো দুই দেশের প্রথম যৌথ সামরিক মহড়া। মহড়ায় মিয়ানমারের ১৫ এবং ভারতের ১৬ জন সেনা কর্মকর্তা অংশ নিচ্ছেন। 

ভারতীয় সেনা মুখপাত্র লে. কর্নেল সুমিত নিউটন সাংবাদিকদের বলেন, দক্ষতা ও কৌশল বিনিময়ই এই যৌথ মহড়ার মূল উদ্দেশ্য। সেই সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে উভয় বাহিনী নিজেদের মধ্যে বন্ধুত্বকে আরও সুদৃঢ় করতে চায়।

জঙ্গি দমনের বিভিন্ন কৌশল এই মহড়ায় বাড়তি গুরুত্ব পাচ্ছে। প্রযুক্তির পাশাপাশি কৌশলও থাকছে সেনা কর্মকর্তাদের প্রশিক্ষণের তালিকায়। উভয় দেশের সেনা কর্মকর্তারাই পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে উপকৃত হবেন বলেও দাবি করেন মুখপাত্র।

প্রিয় সংবাদ/শান্ত